বন্ধ হল সাবরিমালা মন্দিরের দরজা

কেরালা: প্রসিদ্ধ তীর্থস্থান সাবরিমালা (Sabarimala Temple) শ্রীধর্মশাস্তা মন্দিরে মণ্ডল–মকরবিলাক্কু উৎসবের মধ্য দিয়ে শেষ হল এবারের তীর্থযাত্রা মরসুম। মঙ্গলবার ভোরে শেষ দিনের পূজা সম্পন্ন হওয়ার পর…

বন্ধ হল সাবরিমালা মন্দিরের দরজা

কেরালা: প্রসিদ্ধ তীর্থস্থান সাবরিমালা (Sabarimala Temple) শ্রীধর্মশাস্তা মন্দিরে মণ্ডল–মকরবিলাক্কু উৎসবের মধ্য দিয়ে শেষ হল এবারের তীর্থযাত্রা মরসুম। মঙ্গলবার ভোরে শেষ দিনের পূজা সম্পন্ন হওয়ার পর সকাল ৬টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দীর্ঘ প্রায় দু’মাস ধরে চলা আয়াপ্পা ভক্তদের তীর্থযাত্রার শান্তিপূর্ণ সমাপ্তি ঘটল।

Advertisements

ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (TDB) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টায় মন্দির খুলে শেষ দিনের বিশেষ ধর্মীয় আচার শুরু হয়। পাণ্ডালাম রাজপরিবারের প্রতিনিধি পুনর্থম নাল নারায়ণ বর্মা প্রভু আয়াপ্পার দর্শন করার পরই মন্দির বন্ধের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

   

রীতি মেনে পূর্ব মণ্ডপে অনুষ্ঠিত হয় গণপতি হোমম। তার পরেই শুরু হয় থিরুভাভরণম প্রত্যাবর্তন যাত্রা। প্রভু আয়াপ্পার পবিত্র অলংকার বহন করে ৩০ জনের একটি বিশেষ দল পেরিয়াস্বামী মারুথুভানা শিবানকুট্টির নেতৃত্বে পাণ্ডালাম শ্রাম্বিক্কাল রাজপ্রাসাদের উদ্দেশে যাত্রা শুরু করে।

দেবস্বম বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, অলংকার বহনকারী দলটি একই পথে ফিরে যাচ্ছে যেদিকে দিয়ে তারা এসেছিল এবং আগামী ২৩ জানুয়ারির মধ্যে পাণ্ডালামে পৌঁছনোর কথা রয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত তথা মেলশান্তি ই ডি প্রসাদ নম্বুধিরি প্রভু আয়াপ্পার বিগ্রহে বিভূতি অভিষেক সম্পন্ন করেন। এরপর বিগ্রহে রুদ্রাক্ষ মালা পরানো হয় এবং হাতে যোগদণ্ড প্রদান করা হয়।

শেষ দিনের পূজা পবিত্র ‘হরিবরসনম’ স্তোত্র পাঠের মাধ্যমে সম্পন্ন হয়। তারপর একে একে নিভিয়ে দেওয়া হয় মন্দিরের প্রদীপ এবং গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়।

পরম্পরা অনুযায়ী মন্দিরের চাবির গোছা পাণ্ডালাম রাজপ্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। তিনি পবিত্র অষ্টাদশ পাদিতে নেমে ধর্মীয় আচার পালন করেন এবং দেবস্বম এক্সিকিউটিভ অফিসার ও মেলশান্তির উপস্থিতিতে সেই চাবি হস্তান্তর করেন সাবরিমালা প্রশাসনিক আধিকারিক এস শ্রীনিবাসনের হাতে। এছাড়াও মাসিক পূজার খরচ সংক্রান্ত অর্থথলিও ধর্মীয় রীতি মেনে হস্তান্তর করা হয়।

চলতি বছরে লক্ষ লক্ষ ভক্ত কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবরিমালায় এসে প্রভু আয়াপ্পার দর্শন করেছেন। রাজ্য প্রশাসন ও দেবস্বম বোর্ডের যৌথ উদ্যোগে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং ভিড় নিয়ন্ত্রণের ফলে এবারের যাত্রা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড জানিয়েছে, আগামী মাসে নির্ধারিত মাসিক পূজার সময়সূচি অনুযায়ী ফের মন্দির খুলবে।

Advertisements