সন্ত্রাসে মদত দেওয়া ‘খারাপ প্রতিবেশী’ থেকে আত্মরক্ষার অধিকার ভারতের আছে: জয়শঙ্কর

পড়শি দেশ পাকিস্তানের নাম না করে শুক্রবার ফের একবার মেজাজি মেজাজে ধরা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি…

S Jaishankar on terrorism

পড়শি দেশ পাকিস্তানের নাম না করে শুক্রবার ফের একবার মেজাজি মেজাজে ধরা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায় নিজস্ব পথেই হাঁটবে এবং অন্য কোনও দেশের উপদেশ শুনবে না। তাঁর কথায়, “সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দেয়, তারা আমাদের খারাপ প্রতিবেশী।”

Advertisements

‘সন্ত্রাস ও সহযোগিতা একসঙ্গে সম্ভব নয়’

জয়শঙ্কর এদিন সিন্ধু জলবণ্টন চুক্তির (Indus Waters Treaty) প্রসঙ্গ টেনে পাকিস্তানকে আক্রমণ করেন। তিনি বলেন, “বহু বছর আগে আমরা জলবণ্টন চুক্তিতে রাজি হয়েছিলাম। কিন্তু কয়েক দশক ধরে সন্ত্রাস চললে তাকে সু-প্রতিবেশীর সুলভ আচরণ বলা যায় না। আপনি এটা বলতে পারেন না যে, আমাকে জল দিন আর আমি আপনার দেশে সন্ত্রাস চালাব। এই দুই অবস্থান কখনওই একসঙ্গে চলতে পারে না।”

   

আত্মরক্ষার অধিকার ভারতের আছে

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পালটা জবাব দেওয়ার অধিকার নিয়ে জয়শঙ্কর বলেন, “ভারত তার জনগণকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করবে। আমরা কীভাবে সেই অধিকার প্রয়োগ করব, তা সম্পূর্ণ আমাদের ব্যাপার। কেউ আমাদের বলে দিতে পারে না যে কী করা উচিত আর কী করা উচিত নয়।”

উত্তপ্ত প্রেক্ষাপট: পহেলগাম হত্যাকাণ্ড ও জলচুক্তি স্থগিত

২০২৫ সালের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের হাতে পর্যটক হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ওই ঘটনার পর কড়া পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার মতো সিদ্ধান্ত নিয়েছিল। এদিনের বক্তব্যে জয়শঙ্কর বুঝিয়ে দিলেন, সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বা জলবণ্টন নিয়ে নমনীয় হওয়ার সুযোগ নেই।

Advertisements