‘নিজেকে কারও ভগবান ঘোষণা করা ঠিক নয়’, ‘অবতার’কে কড়া বার্তা মোহন ভগবতের?

লোকসভা ভোটের প্রচারে নিজেকে ‘অবতার’ ও ‘পরমাত্মা’র প্রতিনিধি হিসেবে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর সেই দাবি নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। নির্বাচনের…

Rss chief Mohan Bhagwat strong messege to Narendra Modi over his comment on Avatar

লোকসভা ভোটের প্রচারে নিজেকে ‘অবতার’ ও ‘পরমাত্মা’র প্রতিনিধি হিসেবে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর সেই দাবি নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। নির্বাচনের মুখে এই ধরনের মন্তব্য নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল বলে সরব হয়েছিল বিরোধীরা। কিন্তু তাতে কুছ পরোয়া নেহি! উনি নিজের পরিচিত ভঙ্গিতেই প্রচার চালিয়ে যান। 

টেকনিক্যাল রিপোর্ট হাতে পেয়েই রাষ্ট্রপতিকে অপরাজিতা বিল পাঠালেন বোস

   

যদিও তাঁর এহেন আচরনের প্রতিফলন ভোটবাক্সে দেখা মেলে। সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট সরকার গড়তে বাধ্য হয় বিজেপি (BJP)। আর তারপর থেকেই বিজেপি ও আরএসএসের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে বলে জানা গিয়েছিল। সম্প্রতি কেরলের সংগঠনের সভায় সেই বিরোধ মিটছে বলে দাবি করে বিজেপি। তবে তা নিয়ে যথেষ্ট সন্দীহান রাজনৈতিক মহল। 

শনিবার ভোরে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত একাধিক কামরা!

আর সেই জল্পনা এবার আরও বাড়িয়ে তুলল সঙ্ঘ পরিচালক মোহন ভগবতের (Mohan Bhagwat) একটি বিস্ফোরক মন্তব্য। শনিবার পুণেতে সঙ্ঘের একটি ভাগবত বলেন, “আমরা ভগবান হব কি না তা নিয়ে মানুষই সিদ্ধান্ত নেবে। আমাদের নিজেদের ঘোষণা করা উচিত নয় যে আমরা ঈশ্বর হয়ে গিয়েছি।” ভাগবত কার উদ্দেশে ওই কথা বলেছেন তা তিনি স্পষ্ট করেননি। তবে রাজনৈতিক মহলের দাবি তিনি প্রধানমন্ত্রীকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন। কারণ নরেন্দ্র মোদীর ওই আচরন মোটেও পছন্দ করেনি আরএসএস। 

গনেশ চতুর্থীতে ভিজবে শহর, বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলিতেও

সম্প্রতি কেরলের পালাক্কড়ে হওয়া আরএসএসের বৈঠকের পরে বিজেপি ও আরএসএস বিবাদের মীমাংসা হয়ে গিয়েছে বলে দাবি করা হয়। ভাগবতের মন্তব্যের পরে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের কটাক্ষ, “ভোটের পর থেকে দুই শিবিরের বিবাদ এখনও অব্যাহত। সরকারের মেয়াদ হাতে গোনা কিছু দিন।”