প্রথম বেসরকারি চাকরিতে সরকার দেবে ১৫ হাজার, যুবশক্তির জন্য মোদীর মহাযোজনা

Rs 15000 first private job scheme নয়াদিল্লি: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও…

Rs 15000 first private job scheme

Rs 15000 first private job scheme

নয়াদিল্লি: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও যুবশক্তিকে কেন্দ্র করে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। কর্মসংস্থান, প্রযুক্তি ও কর-সংস্কার- তিন ক্ষেত্রেই এদিন স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা

সবচেয়ে বড় চমক ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’- ১ লক্ষ কোটি টাকার এই মহাযোজনার লক্ষ্য, দেশের যুব সম্প্রদায়ের প্রথম বেসরকারি চাকরিতে প্রবেশকে সরাসরি প্রণোদনা দেওয়া। প্রকল্প অনুযায়ী, প্রথম চাকরি পাওয়া প্রত্যেক তরুণ-তরুণীর হাতে সরকারের পক্ষ থেকে সরাসরি পৌঁছবে ১৫,০০০ টাকা। একইসঙ্গে, যেসব সংস্থা অধিক কর্মসংস্থান সৃষ্টি করবে, তাদের জন্যও থাকছে বিশেষ আর্থিক প্রণোদনা। মোদীর দাবি, এই যোজনা আগামী দিনে প্রায় সাড়ে তিন কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

   

প্রযুক্তি খাতে, বিশেষত সেমিকন্ডাক্টর উৎপাদনে, ভারতের হারানো সময়ের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী জানান, “পঞ্চাশ-ষাট বছর আগে সেমিকন্ডাক্টর কারখানার স্বপ্ন গর্ভেই নিহত হয়েছিল। কিন্তু আজ দেশ মিশন মোডে এগোচ্ছে।” তাঁর আশ্বাস, চলতি বছরের শেষেই বাজারে আসবে Made in India সেমিকন্ডাক্টর চিপ, যা সম্পূর্ণভাবে ভারতীয়দের হাতে তৈরি।

দীপাবলিতে বড় উপহার Rs 15000 first private job scheme

অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রেও এদিন বড় ঘোষণা এল। মোদী জানান, এই বছরের দীপাবলির আগেই চালু হবে জিএসটির দ্বিতীয় ধাপের সংস্কার, একটি সরলীকৃত কাঠামো, যা সাধারণ মানুষের লেনদেনকে সহজ করবে, ব্যবসার গতি বাড়াবে এবং অর্থনীতিকে আরও মজবুত করবে। তাঁর ভাষায়, “এবারের দীপাবলিতে দেশবাসীর জন্য থাকবে এক বড় উপহার।”

Advertisements

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদীর এই ত্রিমুখী রূপরেখা- যুবকেন্দ্রিক কর্মসংস্থান, প্রযুক্তি-স্বনির্ভরতা এবং কর-সংস্কার- ভারতের আগামী দশকের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের ভিত্তি স্থাপন করবে বলে বিশেষজ্ঞদের মত।

Bharat: PM Modi, in his 79th Independence Day speech, unveils Rs 1 lakh crore job scheme giving Rs 15,000 for first private-sector job, pushes Made in India semiconductors by year-end, and announces GST reforms before Diwali.