গলা কেটে রয়্যাল বেঙ্গল টাইগার খুন! হত্যাকারী কে?

Raja Ji Tiger Reserve

Tiger Murder: বাঘ খুন! কুপিয়ে গলা পা গলা কেটে খুন করা হয়েছে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে। বিরাট বাঘের রক্তাক্ত দেহ উদ্ধারের পর প্রশ্ন হত্যাকারী কে?

রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ ছিন্নভিন্ন। বাঘ খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছডিয়েছে। আতঙ্কিত এলাকাবাসী। তদন্তে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চোরাশিকারীরা খুন করেছে। কারণ তাদেরই এই খুনের পিছনে স্বার্থ থাকতে পারে।

   

বাঘ খুনের ঘটনায় শিহরিত অসমের গোলাঘাট জেলার বোকাখাত। এই এলাকার নিকটবর্তী বিশ্ববিখ্যাত কাজিরাঙ্গা অভয়ারণ্য। এখানে গণ্ডারসহ বিভিন্ন বন্য প্রাণীর চোরাচালান হয়। মনে করা হচ্ছে ওই পূর্ণ বয়স্ক বাঘটি মেরে তার চামড়া ও দাঁত-নখ বাকি দেহাংশ চোরাইপথে বিক্রির উদ্দেশ্য ছিল।

বৃহস্পতিবার সকালে বোকাখাতে বাঘের রক্তাক্ত দেহ মিলেছে। বাঘের গলা ও পায়ে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। বাঘটি অভয়ারণ্যের মধ্যেই ছিল বলে জানাচ্ছেন এলাকাবাসী ও বনকর্মীরা।

বোকাখাত এলাকার প্রধান আকর্ষণ হল প্রাকৃতিক স্থান, বন্যপ্রাণী, মন্দির, ঐতিহাসিক স্থান, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, মঠ (সত্র), শিল্প, বিভিন্ন উৎসব, চা বাগান, পাহাড়, হস্তশিল্প, তাঁতজাত পণ্য। কাজিরাঙ্গা জাতীয় অর্কিড ও জৈব-বৈচিত্র্য উদ্যান আছে। প্রজাপতি উদ্যান, নৌকায় করে পার্কের নৌকা ভ্রমণ এবং দর্শনীয় স্থান, কার্বি আংলং, গল্ফ কোর্ট, ওরিওল পার্ক, কাইফো ল্যাংসো জলপ্রপাত, চিকান আতা থান, দেও পাহাড়, কুরুবাহী সত্র দেখার জায়গা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন