নীতিশকে পরাস্ত করতে হাত মেলাচ্ছে RJD-AIMIM? কি ইঙ্গিত দিলেন ওয়েইসি?

পাটনা: বিহারে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এনডি-এর ঘর সুরক্ষিত রাখতে একাধিক প্রকল্প, প্রতিশ্রুতির প্রচারে মুখর মুখ্যমন্ত্রী নীতিশের জেডিইউ। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে পড়েছে বিরোধীরা। এবার…

পাটনা: বিহারে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এনডি-এর ঘর সুরক্ষিত রাখতে একাধিক প্রকল্প, প্রতিশ্রুতির প্রচারে মুখর মুখ্যমন্ত্রী নীতিশের জেডিইউ। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে পড়েছে বিরোধীরা। এবার বিহারের প্রধান বিরোধী দল আরজেডির হাত আরও শক্ত করতে হায়দরাবাদের AIMIM প্রধান আসাদুউদ্দিন ওইয়েসি দিলেন নতুন ইঙ্গিত। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, বিহারে বিরোধী জোটের নতুন সমীকরণের কার্যত ঘোষণাই করে দিলেন তিনি।

বিহার ভোটে নীতিশকে পরাস্ত করতে আরজেডির সঙ্গে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ওইয়েসি। এই মর্মে ইতিমধ্যেই লালু প্রসাদ যাদবের কাছে চিঠিও দিয়েছে তাঁর দল AIMIM বলে জানালেন ওইয়েসি। যদিও এই নিয়ে এখনও কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা হয়নি। তবে AIMIM প্রধান বলেন, “আমাদের দরজা বন্ধ হয়নি। তবে আমরা এরজন্য বেশিদিন অপেক্ষাও করতে পারব না”।

   

বিহার ভোটে কি তাহলে তেজস্বীর পাশেই দেখা যাবে ওইয়েসিকে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও এই জবাব দেওয়ার মত সময় আসেনি। তবে কথাবার্তা চলছে বলেই জানান তিনি। প্রসঙ্গত, গত নির্বাচনে রাজ্যের সীমাঞ্চল অঞ্চলে ৫ টি আসনে জিতেছিল AIMIM। এই মর্মে হায়দরাবাদের নির্বাচনে লড়ার জন্য আরজেডিকে আমন্ত্রণ জানিয়েছেন AIMIM সাংসদ।

এর আগে AIMIM এর তরফে কোনও চিঠি আসেনি বলে জানিয়েছিলেন তেজস্বী

Advertisements

প্রসঙ্গত, গত সপ্তাহেই আরজেডি নেতা তেজস্বী জানিয়েছিলেন। ওইয়েসির তরফ থেকে তাঁর কাছে বা আরজেডি প্রধান লালু প্রসাদের কাছে কোনও চিঠি আসেনি। এই প্রসঙ্গে AIMIM প্রধান বলেন, “আমাদের বিহার প্রধান আখতারুল ইমান লালুজিকে চিঠি দিয়েছিলেন যে বিহারে বিজেপি আর ক্ষমতায় ফিরবে না। ধর্মনিরপেক্ষতা জোরদার করার জন্য আমরা বৃহত্তর স্বার্থে জোটের প্রস্তাব দিয়েছিলাম, যদিও আপনার দল (আরজেডি) আমাদের চারজন বিধায়ককে চুরি করেছে।”

ওয়াইসি বলেন, ” আরজেডির কাছ থেকে AIMIM ছয়টি আসন চেয়েছে। যদি তারা জয়ী হয়, তবে AIMIM কোনও মন্ত্রী পদ নয়, বরং একটি সীমাঞ্চল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছে।”

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News