৩০ মিনিটেই শেষ হবে শপথ! অনুষ্ঠানে আমন্ত্রিত থাকছে এই সাহসীরা

মোদী ৩.০ শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন দেশবাসী। আজ সন্ধে সাতটা পনেরো মিনিটে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য তিনি দিল্লির মসনদে বসতে চলেছেন। আর…

narendra modi

মোদী ৩.০ শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন দেশবাসী। আজ সন্ধে সাতটা পনেরো মিনিটে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য তিনি দিল্লির মসনদে বসতে চলেছেন। আর কিছু সময়ের পরেই ইতিহাস রচিত করতে চলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে খবর, মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষ হবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই দেশবিদেশের অনেক অতিথিরা আসতে শুরু করেছেন। শুধু তাই নয় মোদীর শপথে উপস্থিত থাকতে চলেছেন টানেলে আটকে পড়া শ্রমিকরা।

মোদীর মন্ত্রীসভার বাংলার দুই! জল্পনায় ভাসছে দুই নাম

   

অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন শ্রীলঙ্কা, মলদ্বীপ, মরিশাস, ভুটান, নেপালের রাষ্ট্রপ্রধানরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের। বন্দে ভারত তৈরির কারিগররাও উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানে। এর পাশাপাশি উত্তরাখণ্ড টানেল বিপর্যয়ে রক্ষা পাওয়া শ্রমিকদের আমন্ত্রণ করা হয়েছে। ওই সুড়ঙ্গ থেকে আটকে পড়া শ্রমিকদের যারা উদ্ধার করে এনেছিলেন যে র‌্যাট হোল মাইনাররা, তাঁদেরও আমন্ত্রণ করা হয়েছে। মোট আট হাজার অতিথি উপস্থিত থাকবেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর এইদিন মোদীর পাশাপাশি আরও হেভিওয়েট মন্ত্রীরা আজ শপথ নেবেন। সেই তালিকায় থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সহ অনেকেই। জানা গিয়েছে বিকেল পাঁচটা থেকেই অতিথিরা আসতে শুরু করবেন। এই আয়োজন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। এ ছাড়াও সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এই অনুষ্ঠান দুরদর্শনে লাইভ দেখানো হবে। দুরদর্শনের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে মোদীর শপথগ্রহণ।