Reserve Bank: ঋণ প্রদানকারী অ্যাপগুলির মধ্যে ৬০০-রও বেশি অবৈধ

News Desk: বাসে-ট্রেনে বিভিন্ন জনবহুল এলাকায় ঋণ পাইয়ে দেওয়ার বিজ্ঞাপন হামেশাই নজরে পড়ে। এ ছাড়াও বহু অ্যাপ রয়েছে যেগুলি ডাউনলোড করে সহজেই বাড়িতে বসেই ঋণ…

fake loan apps

News Desk: বাসে-ট্রেনে বিভিন্ন জনবহুল এলাকায় ঋণ পাইয়ে দেওয়ার বিজ্ঞাপন হামেশাই নজরে পড়ে। এ ছাড়াও বহু অ্যাপ রয়েছে যেগুলি ডাউনলোড করে সহজেই বাড়িতে বসেই ঋণ (Loan) পাওয়ার ব্যবস্থা করে নেওয়া যায়।

গুগল (Google) সার্চে গিয়ে ‘কুইক লোন’, ‘ইনস্ট্যান্ট লোন’ প্রভৃতি লিখে সার্চ দিলেই এই অ্যাপগুলি একের পর এক বেরিয়ে আসে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank) এক সতর্কবার্তায় জানাল ঋণ প্রদানকারী এই ধরনের অ্যাপগুলির মধ্যে ৬০০টিরও বেশি অ্যাপ অবৈধ।

   

আরবিআই এক সতর্কবার্তায় জানিয়েছে, ঋণ দিয়ে থাকে এরকম ১১০০-রও বেশি অ্যাপ আছে। যার মধ্যে ৬০০-রও বেশি অবৈধ। এই সমস্ত অ্যাপগুলি কোনও রকম রীতিনীতির ধার ধারে না। দেশে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততোই সামনে আসছে একের পর এক প্রতারণার ঘটনা। প্রতিদিনই বহু মানুষ ঠকে যাচ্ছেন। খোয়াচ্ছেন লাখ লাখ টাকা।

সতর্কবার্তায় আরবি বলেছে, অনেকেই নিজেদের আধার, প্যান কার্ডের তথ্যও এই সমস্ত অ্যাপের মাধ্যমে জালিয়াতদের হাতে তুলে দিচ্ছেন। এ ধরনের প্রতারণার ঘটনা খতিয়ে দেখতে রিজার্ভ ব্যাংক একটি বিশেষ কমিটি কমিটি তৈরি করেছিল। সেই কমিটির রিপোর্টে জানানো হয়েছে, ঋণ প্রদানকারী পরিচিত অ্যাপগুলির মধ্যে ৬০০-রও বেশি অ্যাপ অবৈধ। তবে আরবিআই সংশ্লিষ্ট অ্যাপগুলির নাম জানায়নি।

আরবিআই-এর সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের মোট ৮১ টি অ্যাপ স্টোর থেকে এই বিপজ্জনক অ্যাপগুলি ডাউনলোড করা হয়ে থাকে। আরবিআইয়ের সমীক্ষা বলছে, বহু ক্ষেত্রেই গ্রাহকরা নিজেদের অজ্ঞাতসারে বা না জেনেই তাঁদের অনেক গোপন ও ব্যক্তিগত তথ্য জালিয়াতদের হাতে তুলে দিয়েছেন। এই সমস্ত ঋণ প্রদানকারী সংস্থাগুলির বেশিরভাগ সংস্থাই রিজার্ভ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত নয়।