Uttarkashi: উত্তরকাশীতে ফের দু:সহ রাতের অপেক্ষা, শৈলশহরে চাপা উদ্বেগ

uttarkashi

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarkashi) গত 12 নভেম্বর একটি নির্মাণাধীন টানেল ধসে 41 জন শ্রমিক আটকে পড়েন। তারপর থেকে চলছে উদ্ধার অভিযান। চাপা পড়া শ্রমিকরা গত বারো দিন ধরে ধংসস্তূপের তলায়। বৃহস্পতিবার দিনভর আলোচনা ছিল তাদের কি এদিনই বের করা যাবে? রাত নামতেই উদ্ধারকারী দলের ঘোষণা, আজ রাতে আর হল না।

Advertisements

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ জানান,ধ্বংসাবশেষ সিল্কিয়ারা থেকে বারকোট পর্যন্ত টানেলটি সিল্কিয়ারা পাশে 60 মিটার প্রসারিত করে আটকে দিয়েছে। যদি কোনও বাধা না আসে তবে আমরা আগামীকাল (শুক্রবার) সুসংবাদ পেতে পারি।

‘এনডিএমএর সদস্য বলেছেন যদি কোনো বাধা ছাড়াই অপারেশন চলতে থাকে এবং মেশিনটি ঘণ্টায় ৪-৫ মিটার গতিতে কাজ করতে থাকে, তাহলে শুক্রবার দিনের মধ্যে কিছু ভালো খবর পাওয়ার আশা রয়েছে।

Advertisements

উদ্ধারকর্মীরা আটকে পড়া দল থেকে মাত্র 12 মিটার দূরে রয়েছে বলে জানা গেছে। অ্যাম্বুলেন্সগুলিকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে এবং স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের একটি বিশেষ ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।