অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার, ৪৫ হাজারে বিক্রি হওয়া শিশু ফিরল মায়ের কোলে

নয়াদিল্লি: দেড় বছরের এক শিশুকে রাতের অন্ধকারে অপহরণ (Kidnap) করে বিক্রি করে দেওয়া হয়েছিল ৪৫ হাজার টাকায়। অভিযান চালিয়ে সেই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে…

নয়াদিল্লি: দেড় বছরের এক শিশুকে রাতের অন্ধকারে অপহরণ (Kidnap) করে বিক্রি করে দেওয়া হয়েছিল ৪৫ হাজার টাকায়। অভিযান চালিয়ে সেই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। জানা গিয়েছে, স্ত্রী, সন্তান নিয়ে রাজস্থান থেকে দিল্লির দেশবন্ধু রোডের একটি মেলায় হস্তশিল্প সামগ্রী বিক্রি করতে এসেছিলেন মুকেশ।

Advertisements

২৪ সেপ্টেম্বর রাতে গঙ্গা রাম হাসপাতালের সামনের একটি ফুটপাতেই পরিবার-সহ ঘুমিয়ে পড়েন মুকেশ। সকালে উঠে দেখেন, তাঁর দেড় বছরের শিশুসন্তান নেই! মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারটির। এরপর দিল্লি পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ জানানোর পর শিশুটির উদ্ধারে তল্লাশি অভিযানে নামে পুলিশ। মাত্র দু-দিনের মাথায় দিল্লি থেকে অপহৃত হওয়া ওই দেড় বছরের শিশুটির খোঁজ মেলে উত্তরপ্রদেশের মাহোবাতে। তৎক্ষণাৎ পুলিশবাহিনী পৌঁছে রবিবার শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। সেইসঙ্গে গ্রেফতার করা হয় ৪ জনকে।

   

দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে খবর, দিল্লির কারোল বাগ এলাকার পুশা রোডের কাছ থেকে ভোর ৪ টে নাগাদ বাইকে করে দুজন এসে শিশুটিকে অপহরণ করে। এরপর রাজধানীর একাধিক জায়গা ঘুরে ৫৪ বছরের সন্তোষ শ্রিবাস নামক এক ব্যক্তির কাছে ৪৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় অপহরণকারীরা (Kidnappers)।

পুলিশ জানিয়েছে, শ্রীবাসের আগে থেকে দুটি কন্যা সন্তান আছে। পুত্রসন্তানের জন্য সে অপহরণকারীদের ১ লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি ছিল বলে জানায় অভিযুক্তরা। এই আশ্বাসের ভিত্তিতে, অভিযুক্তরা শিশু-অপহরণের ষড়যন্ত্র করে। দিল্লি থেকে মুকেশের সন্তানকে অপহরণ করে তারা শ্রিবাসকে ৪৫,০০০ টাকায়। বিক্রি করে দেয়।

সিসিটিভি ক্যামেরায় তাঁদের বাইকের নম্বর প্লেট দেখেই ট্র্যাক করে পুলিশ। ঘটনায় অনন্ত, রাজু, সাহিল কুমার সহ আরও এক ১৭ বছরের যুবককে (নাম জানা যায়নি) গ্রেফতার করে দিল্লি পুলিশ। ক্রেতা শ্রিবাস শিশুটিকে নিজের ছেলের মতো বড় করতে চেয়েছিল, বলে জানান সেন্ট্রালের ডেপুটি কমিশনার অফ পুলিশ নিধিন ভালসান।