দিল্লিতে মোস্ট ওয়ান্টেড আল-কায়েদা জঙ্গির পোস্টার, জম্মুতে সেনা অভিযান! জারি হাই-অ্যালার্ট

নয়াদিল্লি: ২৬ জানুয়ারি ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই জাতীয় উৎসবের প্রাক্কালে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জম্মুর সামাহ এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি নজরে আসতেই…

Republic Day 2026 security

নয়াদিল্লি: ২৬ জানুয়ারি ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই জাতীয় উৎসবের প্রাক্কালে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জম্মুর সামাহ এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি নজরে আসতেই একটি বড়সড় সন্ত্রাসবিরোধী অভিযান (Anti-terror operation) শুরু করেছে পুলিশ। অন্যদিকে, দিল্লিতে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর এক মোস্ট ওয়ান্টেড জঙ্গির পোস্টার জারি করা হয়েছে।

Advertisements

জম্মুর সামাহ এলাকায় ব্যাপক তল্লাশি

সূত্র মারফত জানা গিয়েছে, জম্মুর সামাহ এলাকায় এক স্থানীয় বাসিন্দা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। এরপরই জম্মু পুলিশ সতর্ক হয়ে ওঠে। স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং আখমুর পুলিশের যৌথ দল ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকা কর্ডন করে রাখা হয়েছে।

   

দিল্লি পুলিশের ওয়ান্টেড পোস্টার Republic Day 2026 security

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতার আশঙ্কায় দিল্লি পুলিশ ‘মোহাম্মদ রেহান’ নামক এক জঙ্গির ছবি সম্বলিত পোস্টার জারি করেছে। রেহান আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর একজন সক্রিয় সদস্য এবং দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে দীর্ঘ দিন ধরে মোস্ট ওয়ান্টেড। গোয়েন্দা ইনপুটের ভিত্তিতে কর্তব্য পথ এবং সমগ্র নয়াদিল্লি জেলাজুড়ে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পর্যালোচনা

নিরাপত্তা ব্যবস্থার তদারকি করতে বুধবার জম্মুর কাঠুয়া জেলা সফর করেন সেনাবাহিনীর নর্দান কমান্ডারের লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা। তাঁর সঙ্গে ছিলেন হোয়াইট নাইট কর্পস-এর লেফটেন্যান্ট জেনারেল পিকে মিশ্র এবং রাইজিং স্টার কর্পস-এর লেফটেন্যান্ট জেনারেল রাজন শরওয়াত। চলমান সন্ত্রাসবিরোধী অভিযানগুলো খতিয়ে দেখার পাশাপাশি জওয়ানদের কড়া সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তাঁরা।

Advertisements