শত্রুর বুলেট থেঁতো করতে ভারতীয় সেনায় আসতে পারে Ballistic Helmet

Ballistic Helmet

সেনার সুরক্ষা জরুরি। বুলেটের বিরুদ্ধেও যতটা সম্ভব অক্ষত রাখা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ন বিষয়। আগামী দিনে ভারতীয় সেনা বাহিনীতে জায়গা করে নিতে পারে উন্নত ব্যালিস্টিক হেলমেট (Ballistic Helmet)। যা বুলেটের গুলিও রুখে দিতে সক্ষম। 

Advertisements

আধুনিক এই হেলমেট গুলি জওয়ানদের আগামী দিনে নির্ভরতা যোগাবে বলে মনে করা হচ্ছে। এখন যে হেলমেট ব্যবহার করা হয় সেগুলো পুরনো। এতে সেনার নিরাপত্তায় সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা থেকে যাচ্ছে। সেনার পক্ষ থেকে ব্যালিষ্টিক হেলমেটের কথা বলা হয়েছে বলে প্রকাশ সংবাদমাধ্যমে। 

আরএফপি পক্ষ থেকে বলা হয়েছে, “যে কোনো পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদীদের গুলি হোক কিংবা বিস্ফোরণের প্রভাবে উড়ে আসা কোনো কিছু। জওয়ানদের প্রাণের ঝুঁকি থেকেই যায়। জীবনের ঝুঁকি যতটা কমানো সম্ভব সেই চেষ্টা করা বাঞ্ছনীয়।”

জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলস-এর সঙ্গে বিদ্রোহ-বিরোধী অভিযানে নিয়োজিত সৈন্যদের জন্য ৮০ হাজার ব্যলিস্টিক হেলমেটের ব্যাপারে আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর। হেলমেট প্রস্তুতিতে ভারতীয় প্রযুক্তিও ব্যবহার করা হবে বলে খবর। যা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের একটি অংশ। 

Advertisements

7.62x39mm বুলেট প্রতিরোধের জন্য নরম-কাস্ট স্টিল ব্যবহার করা হতে পারে। ওজন যাতে খুব ভারী না হয় সে জন্য কাজে লাগানো হতে পরে ফাইবার গ্লাস। জানা গিয়েছে, কোর বুলেট থেকে দশ মিটার দূরে উচ্চ-গতির বিস্ফোরণের টুকরো থেকে হেলমেটটি যাতে সুরক্ষা প্রদান করতে পারে সে দিকে নজর দেওয়া হবে। এর মধ্যে অতিরিক্ত ‘ইন্সট্রুমেন্টালিটি মাউন্ট’ করার জন্য দক্ষ ইঞ্জিনিয়ারিং কৌশল অবলম্বন করতে হবে বলে মনে করা হচ্ছে। নাইট-সাইট ডিভাইস, ফেস ভিজার, টর্চ এবং ইন-সার্ভিস রেডিও কমিউনিকেশন সেটের মতো প্রযুক্তিও হেলমেটের সঙ্গে যুক্ত থাকতে পারে।