ইকবালের ‘হিন্দুস্তাঁ হামারা…’ পাঠ্যসূচি থেকে বাদ দিতে সুপারিশ 

পাঠ্যসূচি থেকে আগেই বাদ গিয়েছে মোঘল সাম্রাজ্যের ইতিহাস।এবার কি বাদ যাবে ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্থান হামারা’ গানের স্রষ্টা মহম্মদ ইকবালের জীবন কাহিনি? প্রস্তাব এসেছে…

পাঠ্যসূচি থেকে আগেই বাদ গিয়েছে মোঘল সাম্রাজ্যের ইতিহাস।এবার কি বাদ যাবে ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্থান হামারা’ গানের স্রষ্টা মহম্মদ ইকবালের জীবন কাহিনি? প্রস্তাব এসেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচি থেকে ইকবালের জীবনী বাদ দেওয়ার।

জানা গিয়েছে যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট’ অধ্যায়টি বিএ-র ষষ্ঠ সেমেস্টারে পড়ানো হত। এর মধ্যেই ছিল ইকবালের জীবনী এবং সাহিত্য রচনা সম্পর্কিত ‘ইকবাল: কমিউনিটি’ শীর্ষক অধ্যায়টি। সেই অধ্যায়টি বাদ দেওয়ার কথা হয়েছে বলে দিল্লি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

১৮৭৭ সালে অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্ম মুহাম্মদ ইকবালের এবং মৃত্যু ১৯৩৮ সালে। তিনি পাকিস্তানের জাতীয় কবি। তাঁকে পাকিস্তানের ‘ফিলোজফিক্যাল ফাদার’ বলা হয়। ১৯০৪ সালে ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা’ গানটি লেখেন কবি ইকবাল। গানটি ভারতেও ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠে।