মুখ্যমন্ত্রীর সভায় ফের অশান্তি, স্লোগান তুলে আটক ব্যক্তি

CM Rekha Gupta Votes in Delhi By-Polls
CM Rekha Gupta Votes in Delhi By-Polls

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ঘিরে ফের অশান্তি রাজধানীতে। দিল্লির গান্ধীনগরের এক সভায় আচমকা স্লোগান তুলে উত্তেজনা সৃষ্টি করেন প্রবীণ শর্মা নামের ৬০ বছরের এক ব্যক্তি। পরে তাঁকে ঘটনাস্থলেই আটক করে পুলিশ।

বিজেপি কর্মী হিসাবে পরিচিত

প্রভীণ শর্মা আজীত নগরের বাসিন্দা এবং কেবল টিভি ব্যবসায়ী। তিনি দাবি করেছেন, গত চার দশক ধরে বিজেপির কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, সভায় কংগ্রেস বিধায়ক অরবিন্দর সিং লাভলি বক্তব্য রাখার সময়ই আচমকা ব্যারিকেডের বাইরে থেকে স্লোগান দিতে শুরু করেন তিনি। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোনওভাবেই বিঘ্নিত হয়নি।

   

আক্রান্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী Rekha Gupta Gandhinagar protest

এর আগে মাত্র কয়েকদিন আগেই সিভিল লাইনসে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এক জনসভায় হামলার শিকার হন রেখা গুপ্তা। রাজেশ ভাই খিমজি সাকারাইয়া নামে ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীর হাতে কিছু নথি তুলে দিয়েছিলেন। তারপর আচমকাই চিৎকার করে তাঁকে আঘাত করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থানীয়রা তাঁকে ধরে মারধর করেন। পরে পুলিশ গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, সাকারাইয়ার এক আত্মীয় বর্তমানে জেলবন্দি। তাঁর মুক্তির আবেদন নিয়েই নাকি মুখ্যমন্ত্রীর সামনে হাজির হয়েছিলেন তিনি।

ঘটনার পরদিনই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তায় উন্নীত করা হয়েছে তাঁকে। সিআরপিএফের বিশেষ ভিআইপি প্রোটেকশন ইউনিট তাঁর দায়িত্ব নেবে—যে ইউনিটের ওপর অমিত শাহ এবং গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্বও ন্যস্ত।

Bharat: Delhi CM Rekha Gupta faced disruption at a rally in Gandhinagar when a man, who claims to be a BJP worker, was arrested for raising slogans against her. This incident follows a recent attempt to assault the CM at her Civil Lines residence.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন