জোড়া গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী! নাশকতার ছক?

Advertisements

নয়াদিল্লি, ১০ নভেম্বরঃ সোমবার সন্ধ্যায় রাজধানীর বুকে আতঙ্ক! ঐতিহাসিক লালকেল্লার সামনে আচমকা জোড়া গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একের পর এক দুটি গাড়িতে বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও তিনটি গাড়িতে।

   

ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে অন্তত ৭টি দমকল ইঞ্জিন এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল টিম। এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে বিস্ফোরণে৫ জনের মৃত্যু ১৪ জন আহত।গোটা এলাকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ঘটনাস্থলে পৌঁছেছে NSG 

দমকল ও পুলিশের সূত্রে জানা গিয়েছে, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি পার্ক করা গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও দুটি গাড়িতে। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আতঙ্কে এলাকা ফাঁকা হয়ে যায়।

Advertisements

দিল্লি দমকল বিভাগের সাতটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এক জনের মৃত্যু ও চার জনের আহত হওয়ার খবর মিলেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি পুলিশের বিশেষ সেল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে খতিয়ে দেখা হচ্ছে, গাড়ির ভিতরে কোনও বিস্ফোরক ছিল কি না, নাকি শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এর কারণ। গোটা ঘটনায় জঙ্গি নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। লালকেল্লা ও আশপাশের এলাকা জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা।