প্রায় ১৭ টি গাড়িকে পিষে দিল বেপরোয়া ট্রাক, মৃত ১৯!

জয়পুর: ফের রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। সোমবার দুপুরে জয়পুরের (Jaipur) লোহামন্ডী রোডের কাছে দাঁড়িয়ে থাকা পেরায় ১৭ টি গাড়িকে পিষে দিল ট্রাক। ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত ৫০-এর বেশি। পুলিশ সূত্রে খবর, লোহামন্ডী রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তীব্র গতিতে আসা ট্রাকটি।

Advertisements

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ছিলেন ট্রাক চালক। সামনে আসা সবকিছুকে গুঁড়িয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকের চাকায় একাধিক গাড়ি দুমড়ে মুচড়ে গিয়ে কুন্ডলি পাকিয়ে রাস্তা অবরুদ্ধ করে। তাতেই তান্ডব থামে ট্রাকটির (Truck)। উদ্ধারকারী দল এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করে।

   

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনায় নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ চালককে আটক করেছে এবং মদ্যপান নিশ্চিত করার জন্য মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা (Bhajan Lal Sharma)। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি মন্ত্রী ঝাভার সিং খাড়া এবং কে কে বিষ্ণোইকে কানওয়াটিয়া হাসপাতালে এবং মন্ত্রী সুরেশ রাওয়াত এবং সুমিত গোদারাকে এসএমএস হাসপাতালে ত্রাণ ব্যবস্থা তদারকি করার জন্য পাঠিয়েছেন।

Advertisements

শর্মা বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জেলা কালেক্টর এবং হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সেবায় কোনও গাফিলতি না করার নির্দেশ দিয়েছেন। এক্সে মুখ্যমন্ত্রী লেখেন, “জয়পুরের হার্মদার লোহামান্ডিতে সড়ক দুর্ঘটনায় (Accident) প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঈশ্বর মৃতদের আত্মার শান্তি এবং শোকাহত পরিবারগুলিকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

রবিবারেই ট্রাকে ধাক্কা মারে একটি ট্রাভেলার বাস

জয়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে পালোধি জেলার যোধপুরের কাছে ভারত মালা এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে পর্যটক-বাহী ত্রাভেলার বাস। ঘটনায় প্রায় ১৮ জনের মৃত্যু হয়, গুরুতর আহত ৩। ২২০ কিলোমিটার দূরে যোধপুরের বিখ্যাত পর্যটন স্থল সুরসাগর থেকে ফিরছিলেন যাত্রীরা।

সকলেই প্লোধির বাসিন্দা বলে জানা গিয়েছে। তার আগে তাঁরা বিকানেরের কোলায়াটে বেড়াতে গিয়েছিলেন। ডেপুটি পুলিশ সুপার অচল সিং দেওরা জানান, দ্রুতগামী ট্রাভেলার বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়, যার ফলে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।