ট্রাম্পের শুল্ক-ত্রাসের প্রত্যাঘাত, Pepsi, Coca-Cola বয়কটের ডাক!

নয়াদিল্লি: রাশিয়ার তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক (Tariff) বসিয়েছে আমেরিকা। যার জেরে ভারতে “স্বদেশী”-র হাওয়া বইতে শুরু করেছে। নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক নেতা-মন্ত্রী শুল্কের জবাবে ‘স্বনির্ভর’ ভারত গড়ার লক্ষ্যে স্বদেশী পণ্য ব্যবহারের ডাক দিয়েছেন। এবার সেই পথে হেটেই মার্কিন পণ্য ‘বয়কট’-এর ডাক দিলেন বাবা রামদেব। আমেরিকার “রাজনৈতিক ধমক, গুণ্ডামি এবং একনায়কতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে দেশের নাগরিককেই রুখে দাঁড়াতে হবে” বলে উল্লেখ করলেন তিনি।

রবিবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে “পেপসি (Pepsi), কোকাকোলা (Coca-cola), সাবওয়ে (Subway), কেএফসি (KFC), ম্যাকডোনাল্ড (Mac Donalds)”-এর পণ্য বয়কটের ডাক দিলেন তিনি। বাবা রামদেব (Baba Ramdev) বলেন, “একজন ভারতীয়েরও এইসব পণ্য কেনা উচিৎ না। দেশজুরে মার্কিন পণ্য বর্জন হলে আমেরিকা দিশেহারা হয়ে যাবে”। “নিজের ভুল বুঝে ভারতের উপর থেকে আমেরিকা শুল্ক প্রত্যাহার করবে” বলেও দাবি করেন তিনি।

   

বলা বাহুল্য, ইতিমধ্যেই মার্কিন পণ্যের ডাক দিয়ে প্রতিবাদ করছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সের মত দেশ। এর উপরে ভারতের ১৫০ কোটি জনগণ যদি পণ্য বর্জন করে তাহলে মার্কিন কোম্পানি গুলি বড়সড় ধাক্কা খাবে বলে মত একাংশের। উল্লেখ্য, ২০২৪ এ ভারতে পেপসিকো কোম্পানির মুনাফা ছিল ৮,২০০ কোটি টাকা। কোম্পানির বিশ্বের ১৫ টি শীর্ষ দেশের তালিকায় রয়েছে ভারত। গত তিন বছরে ভারতে প্রায় ৩,৫০০-৪০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

স্বদেশী জিনিস ব্যবহারের ডাক দিয়ে নরেন্দ্র মোদী আগেই বলেছেন, “ভারতকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ বানাতে হলে রাজনৈতিক দেশের সব রাজনৈতিক দল, নেতাদের দেশের স্বার্থে মানুষকে স্বদেশী পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। কোনও জিনিস কেনার আগে আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিস তৈরির পেছনে একজন ভারতীয়ের মেহনতের ঘাম জড়িয়ে আছে। আমাদের ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্র অবলম্বন করতে হবে”।

 ট্রাম্পের (Trump) শুল্ক বৃদ্ধির জেরে ভারতের বাজারে ত্রাহি ত্রাহি রব, বস্ত্র, পোশাক, রত্ন, সোনা, কুঁচো চিংড়ি, চর্মদ্রব্য বাজারের রীতিমত মাথায় হাত। একাধিক শিল্পনগরীতে ইতিমধ্যেই উৎপাদন বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদ সহ বিশেষজ্ঞরা বলছেন, ৫০% শুল্কের ফলে ভারতের রফতানি বাজারে যথেষ্ট প্রভাব পড়বে। বিরোধীদের গলাতেও একই সুর। সেখানে মার্কিন পণ্য বয়কট এই শুল্ক-যুদ্ধে কতটা ফলপ্রসূ হবে তার উত্তর সময়সাপেক্ষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন