Sunday, December 7, 2025
HomeBharatবাস্তবের "Ladies vs Ricky Bahl"! IAS, IPS সেজে মহিলাদের থেকে লক্ষাধিক টাকা...

বাস্তবের “Ladies vs Ricky Bahl”! IAS, IPS সেজে মহিলাদের থেকে লক্ষাধিক টাকা বাগিয়ে নিত কানপুরের কনম্যান

- Advertisement -

লখনউ: এ যেন পুরো রণবীর সিং, অনুষ্কা শর্মা অভিনীত হিন্দি ছবি “Ladies vs Ricky Bahl”। যেখানে কনম্যান রিকি বেশ বদলে একের পর এক মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা আদায় করত! তবে সিনামায় মহিলারাই শেষে রিকিকে ঠগে বদলা নিলেও বাস্তবের এই রিকি বহেল পুলিশের হাতেই ধরা পড়েছে!

ম্যাট্রিমোনিয়াল সাইটে আইএএস (IAS), আইপিএস (IPS) সেজে মহিলাদের বিয়ের প্রস্তাব দিত বিষ্ণু শঙ্কর হুপ্ত (৪২)। কানপুর পুলিশ সূত্রে খবর, নিজেকে বিচারক বলে দাবি করে ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল তৈরি করেন অভিযুক্ত। সেখান থেকে কানপুরের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির একজন নার্সিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

   

এরপর ওই মহিলা অফিসারকে বিয়ের প্রস্তাব দিয়ে লাক্সারি গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলার কাছ থেকে প্রায় সাড়ে ৫৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় বিষ্ণু। অভিযোগকারিণী জানিয়েছেন, কানপুরের সিভিল লাইনের একটি শপিং মলে তাঁকে ডেকে পাঠান অভিযুক্ত বিষ্ণু। সেখানে একটি ভুয়ো নম্বর প্লেট বসানো গাড়িতে বসিয়ে মহিলার কাছ থেকে নগদ টাকা বাগিয়ে নেয়। এরপর সিনেমা হলে মহিলাকে বসিয়ে ফেরার হয়ে যায় কনম্যান (Conman) বিষ্ণু। পুলিশ প্রায় ৩৮০ টি সিসিটিভি ফুটেজ এবং কল রেকর্ডিং খতিয়ে দেখে বিষ্ণুকে শনাক্ত করে।

নিজের স্ত্রী সহ ১০ জনেরও বেশি মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ

আইএএস, আইপিএস সেজে প্রায় ১০-এরও বেশি মহিলাকে প্রতারণা করেছে বিষ্ণু বলে জানা গিয়েছে। এমনকি তাঁর স্ত্রী আয়ুশী গুপ্ত (৩৩)কেও একইভাবে প্রতারণা করেই বিয়ে করেছিল সে। পুলিশ ঠগ-দম্পতিকে আটক করতে গেলে তাঁদের উপর কুকুর ছেড়ে দেয় আয়ুশী। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে মহিলাদের ঠগার অভিযোগ স্বীকার করে নেয় তাঁরা। বিষ্ণুর বাড়ি থেকে প্রায় সাড়ে ৪২ লক্ষ টাকা উদ্ধার করেছে কানপুর পুলিশ। বিষ্ণু এবং আয়ুশী দুজনকেই আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular