চরম পদক্ষেপ RBI-র, কয়েক কোটি টাকার জরিমানা হল Ola, Vis-র

ফের একবার বিরাট সিদ্ধান্ত নিল আরবিআই (RBI)। কয়েক কোটি টাকার আর্থিক জরিমানা করা হল নানা প্রতিষ্ঠানকে। কেউ হয়তো ভাবতেও পারেনি যে এমনটা হবে। জানা গিয়েছে,…

ফের একবার বিরাট সিদ্ধান্ত নিল আরবিআই (RBI)। কয়েক কোটি টাকার আর্থিক জরিমানা করা হল নানা প্রতিষ্ঠানকে। কেউ হয়তো ভাবতেও পারেনি যে এমনটা হবে।

জানা গিয়েছে, এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেমেন্ট সিস্টেম অপারেটর ভিসা ওয়ার্ল্ডওয়াইড, ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস এবং মনপ্পুরম ফিনান্সকে নিয়ন্ত্রক সম্মতিতে ঘাটতির জন্য জরিমানা আরোপ করেছে। রিজার্ভ ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম অপারেটর ভিসা ওয়ার্ল্ডওয়াইড, ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস এবং মনপ্পুরম ফিনান্সকে নিয়ন্ত্রক সম্মতিতে ঘাটতির জন্য মোট প্রায় ৩.৭ কোটি টাকা জরিমানা করেছে।

   

ভিসা ওয়ার্ল্ডওয়াইড পিটিই লিমিটেডকে ২.৪ কোটি টাকা এবং মনপুরাম ফিনান্স লিমিটেডকে ৪১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দুটি মামলায় ওলা ফিনান্সিয়াল সার্ভিসেসকে ৮৭.৫৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আরবিআই জানিয়েছে, পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও), মনপুরাম ফিনান্স এবং ওলা ফিনান্সিয়াল সার্ভিসেসকে নো ইওর কাস্টমার (কেওয়াইসি) নির্দেশাবলীর কিছু বিধান না মানার জন্য আর্থিক জরিমানা করা হয়েছে।

কিছু বিধান লঙ্ঘনের জন্য দুটি ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ভিসা ওয়ার্ল্ডওয়াইডকে যৌগিক আদেশও জারি করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ভিসা ওয়ার্ল্ডওয়াইড পিটিই লিমিটেড আরবিআইয়ের রেগুলেটরি ক্লিয়ারেন্স ছাড়াই পেমেন্ট অথেনটিকেশন সলিউশন চালু করেছে। সেই অনুযায়ী নির্দেশ না মানার জন্য কেন জরিমানা আরোপ করা হবে না, তার কারণ দর্শানোর পরামর্শ দিয়ে নোটিশ জারি করা হয়।