রেশন দোকানগুলি হয়ে উঠবে ‘কমন সার্ভিস সেন্টার’, নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Ration shops will become the 'Common Service Center', the new decision center
Ration shops will become the 'Common Service Center', the new decision center

News Desk: আগামীদিনে রেশন দেশের দোকানগুলি হয়ে উঠবে ‘কমন সার্ভিস সেন্টার’। বিভিন্ন খাদ্যসামগ্রী ছাড়াও পাওয়া যাবে এলপিজির সিলিন্ডার। কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রণালয়ের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেশন দোকানগুলিকে ‘কমন সার্ভিস সেন্টার’ করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডারের অপ্রতুলতার অভিযোগ যাতে অনেকটাই কমে যায় সে কথা মাথায় রেখে রেশন দোকানগুলিতে ৫ কেজির এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এছাড়াও, মোবাইল ও ইলেকট্রিক বিল দেওয়া, বিমান, বাস কিংবা ট্রেনের টিকিট কাটার মত সুবিধাগুলিও থাকবে। রেশন দোকানেই আধার কার্ড ও‌ ভোটার কার্ড তৈরি করা যাবে। রেশন দোকানগুলির কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

   

এবছর ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করছে নরেন্দ্র মোদী ও তাঁর সরকার। এই কর্মসূচি চলাকালীনই নাগরিকদের সুবিধার জন্য রেশন দোকান গুলিকে ‘কমন সার্ভিস সেন্টার’ করার সিদ্ধান্তে সীলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। দ্রুত এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন