ভারতীয় সেনা (Indian Army) হাসপাতালের এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছিল দিল্লিতে। অভিযুক্ত রাজস্থানে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ।
সূত্রের খবর, দিল্লির সেনা হাসপাতালে কর্মরত ছিলেন ওই চিকিৎসক। একটি অনলাইন চ্যাট অ্যাপে পরিচয় হয়েছিল দু’জনের। এরপর আলাপ। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয় তাঁকে। দিল্লির একটি হোটেলে নিয়ে গিয়ে করা হয় যৌন নির্যাতন।
দিল্লি পুলিশ অফিসার জানিয়েছেন, ফেব্রুয়ারির ১১ তারিখে করোল বাগ থানায় দায়ের করা হয়েছিল ধর্ষণের অভিযোগ। অভিযোগকারিণী জানিয়েছিলেন যে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ওই ব্যাক্তি। এরপর মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল হোটেলের একটি ঘরে। সেখানে করা হয় যৌন নির্যাতন।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিযুক্তের হদিশ পায় পুলিশ। ব্যবস্থা নেওয়া হয় সঙ্গে সঙ্গে। ভারতীয় দন্ড নিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। ফেব্রুয়ারির ১৩ তারিখে রাজস্থানের জয়পুর থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তদন্ত এখনও চলছে।