নয়াদিল্লি: ধর্ষণের অপরাধে জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ১৭ দিনের প্যারোল শেষে রাজস্থানের যোধপুর জেলে ফিরেছিলেন আসারাম৷ জেলে ফেরার ৬ দিনের মধ্যেই চিকিৎসার কারণে ফের অন্তর্বর্তী জামিন পেলেন ধর্মগুরু। জামিন পেলেও অনুগামীদের সঙ্গে তিনি দেখা করতে পারবে না বলেই শীর্ষ আদালতের নির্দেশ৷ (Rape Convict Asaram Gets Interim Bail)
স্কুলছাত্রীকে ধর্ষণ Rape Convict Asaram Gets Interim Bail
৮৩ বছর বয়সী আসারামের আসল নাম আসুমল সেরুমালানি হারপালানি। ২০১৩ সালে তিনি যোধপুরে নিজের আশ্রমে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হন। পরবর্তীতে গুজরাতের গান্ধীনগরের আশ্রমেও আরও একটি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন।
সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং রাজেশ বিন্দাল ৩১ মার্চ পর্যন্ত আসারামের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। জামিনের আবেদনের সময় তাঁর আইনজীবীরা জানান, আসারাম গুরুতর অসুস্থ। গত বছর পুণেতে চিকিৎসা করিয়েছে। হার্ট সংক্রান্ত কিছু অসুস্থতার কারণে তাঁকে যোধপুর এইমস-এ ভর্তি করা হয়েছিল। জামিন পেলেও পুলিশি পাহারায় আসারামকে হাসপাতালে ভর্তি করতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট৷
মহিলাকে ধর্ষণ Rape Convict Asaram Gets Interim Bail
২০১৩ সালে এক নাবালিকা স্কুল পড়ুয়াকে নিজের আশ্রমেই ধর্ষণ করেন আসরাম৷ এই ঘটনায় ২০১৮ সালে রাজস্থানের জয়পুরের নিম্ন আদালত দোষী সাব্যস্ত হন আসারাম৷ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। ২০২২ সালে রাজস্থান হাই কোর্টে জামিনের আর্জি জানান স্বঘোষিত ধর্মগুরু। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়৷ পরের বছর, অর্থাৎ ২০২৩ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
২০২৩ সালের জানুয়ারি মাসে, গুজরাতের গান্ধীনগরের আশ্রমে এক মহিলাকে ধর্ষণের অভিযোগেও দোষী সাব্যস্ত হন আসারাম। সেই বছর সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালতেও খারিজ হয়ে যায় আসারামের জামিনের আর্জি৷ গত বছর জামিনের আবেদন জানানোর পাশাপাশি যাবজ্জীবন সাজার উপর স্থগিতাদেশ চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্বঘোষিত ধর্মগুরু। জেলে তাঁকে আয়ুর্বেদিক চিকিৎসার সুযোগ করে দেওয়ার আর্জিও জানান তাঁর আইনজীবী।
জামিনের আর্জি ছেলের Rape Convict Asaram Gets Interim Bail
গত বছর অক্টোবর মাসে বাবার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এক মাসের জন্য জামিন চেয়েছিলেন তাঁর ছেলে নারায়ণ। তিনি আদালতকে জানিয়েছিলেন, ১১ বছর ধরে বাবা-ছেলের দেখা হয়নি। আদালত জামিন না দিলেও তাঁদের দেখা করার সুযোগ করে দেয়৷ প্রসঙ্গত, নারায়ণ সাইও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন৷ ২০১৩ সাল থেকে লাজপুর জেলে বন্দি রয়েছেন চিনি।
Bharat: Supreme Court grants interim bail to self-proclaimed godman Asaram Bapu, jailed for rape. Despite bail, he cannot meet followers. Asaram, 83, was arrested in 2013 for raping a schoolgirl in Jodhpur and later convicted for another rape in Gandhinagar.