জেলের ভিতর রামলীলার আয়োজন, সুযোগ পেয়ে চম্পট দুই বন্দি

দশেরা দিন আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় রামলীলার (Ramlila)। তেমনই ধারাবাহিকতায় উত্তরাখণ্ডের রোশনাবাদ জেলে (jail) রামলীলা চলছিল। দুই বন্দী সেই রামলীলা দেখতে…

Ramlila inside the jail

দশেরা দিন আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় রামলীলার (Ramlila)। তেমনই ধারাবাহিকতায় উত্তরাখণ্ডের রোশনাবাদ জেলে (jail) রামলীলা চলছিল। দুই বন্দী সেই রামলীলা দেখতে গিয়েছিলেন, রঙ করতে ব্যবহৃত একটি মই দেখতে পান তারা, সুযোগ পেয়েই জেলের পাঁচিল টপকে পলাতক দুই বন্দি।

Advertisements

হরিদ্বারের জেলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সকালে জেলের আইজি সহ ডিএম ও এসএসপি ঘটনাস্থলে পৌঁছে কারাগার পরিদর্শন করেন।কারাগারের ভেতরে কিছু কাজ চলছিল, যার কারণে সেখানে একটি মই বসানো হয়েছে। এই দুই বন্দি সবার চোখে ধুলো দিয়ে চম্পট দেয়। এই ঘটনায় একাংশের পুলিশ কর্মীদের গাফিলতির কারণে পুলিশকে ফাঁকি দিয়ে দুই দুষ্কৃতী পালিয়ে যায়। বন্দী পঙ্কজ রুরকির বাসিন্দা এবং রামকুমার উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা। বর্তমানে জেল প্রশাসন যত দ্রুত সম্ভব দুই বন্দীকে খুঁজে বের করার চেষ্টা করছে।

Advertisements

হরিদ্বারের জেলা ম্যাজিস্ট্রেট কর্মেন্দ্র সিং জানান, অপহরণ ও খুনের মামলায় জেলা কারাগারে বন্দি থাকা দুই বন্দি, যারা সুযোগের সদ্ব্যবহার করে জেলের ভেতরে একটি সিঁড়ির সাহায্যে কারাগার থেকে পালিয়ে যায়। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, এ ব্যাপারে জেল প্রশাসনের গাফিলতি দেখা যাচ্ছে। কারাগারে রামলীলায় অংশ না নিয়ে নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত ছিল এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট তদন্তও করা হবে।