Ram Mandir: ১২৩ বছরের প্রথা জলাঞ্জলি দিল রাম মন্দির ট্রাস্ট! অযোধ্যায় তুমুল শোরগোল

Ram Mandir Ayodhya

১২৩ বছরের প্রথায় ছেদ! রাম জন্মভূমিতে (Ram Mandir) বসল না ‘কলস’। গোটা ঘটনায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের দিকে আঙুল তুলেছে রাম জন্মভূমি সেবা সমিতি। আর এই ঘটনায় অযোধ্যাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ১২৩ বছর ধরে চৈত্র নবরাত্রি পালন করে আসছে রাম জন্মভূমি সেবা সমিতি। সেই প্রথা এবার ভেঙে গেল। সেবা সমিতির অভিযোগ, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রাচীন ঐতিহ্যকে ভঙ্গ করেছে, যা মেনে নেওয়া যায় না।

রাম জন্মভূমি সেবা সমিতির সাধারণ সম্পাদক অচ্যুত শঙ্কর শুক্লা জানিয়েছেন, ১৯০১ সালে সমিতি গঠনের পর থেকে প্রতি বছর নবরাত্রির সময় রামলালার জন্মবার্ষিকী উৎসব পালন করা হয়। এর আগে কমিটির সদস্যরা নবরাত্রির সময় রাম জন্মভূমি কমপ্লেক্সে যেতেন। কিন্তু ২০০৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তাঁরা শুধু ‘কলস’-ই পাঠান। মঙ্গলবার কমিটির সদস্যরা ‘কলস’ নিয়ে রাম মন্দিরের রং মহল প্রান্ত পর্যন্ত যান। উদ্দেশ্য ছিল, সেই ‘কলস’ রাম জন্মভূমির পুরোহিতের হাতে তুলে দেওয়া।

   

সেই মতো ট্রাস্টের সঙ্গে যোগাযোগও করেন কমিটির সদস্যরা। কিন্তু সমস্ত চেষ্টাই বিফলে যায়। কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর কমিটির সদস্যরা ‘কলস’ নিয়ে অফিসে ফিরে যান। রাম মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্র জানিয়েছেন, তাঁর কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই। সম্ভবত নিরাপত্তাজনিত কারণে ‘কলস’ মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে মনে করা হচ্ছে।  

আগামী ১৭ এপ্রিল রাম নবমী পালিত হবে। সেকারণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৭ এপ্রিল রাম মন্দিরে দেশের খ্যাতনামা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পীরা ভজন পরিবেশন করবেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম এত বড় মাপের অনুষ্ঠান আয়োজিত হবে। রকমারি ফুল দিয়ে মন্দির সাজানো হবে। মোট ৫০ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হবে। গাঁদা, রজনীগন্ধা, গোলাপের,মতো দেশি ফুলে পাশাপাশি বিভিন্ন বিদেশি ফুলও থাকবে। রাম মন্দিরের প্রবেশদ্বার, মন্দির চত্বর ছাড়াও কনক ভবন ও হনুমানগড়ীও সেজে উঠবে।

রাম নবমী উপলক্ষে ১৭ এপ্রিল রামলালার কপালে সূর্যতিলক আঁকা হবে। ওইদিন দুপুর ১২টায় এই তিলক আঁকা হবে। এই সূর্যতিলক রামলালার মুখকে আলোকিত করবে। এই তিলকের মাপ হবে প্রায় ৭৫ মিমি। এই তিলক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে। শ্রীরাম সূর্যবংশে জন্মগ্রহণ করেন। ঠিক সেই কারণেই রামনবমীতে রামলালার কপালে শোভা পাবে এই বিশেষ সূর্যতিলক। যাঁরা রাম মন্দিরে আসতে পারবেন না, তাদের জন্য প্রসার ভারতী গোটা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন