৫০০ বছরের অপেক্ষার অবসান। অযোধ্যায় রাম মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল। প্রধানমন্ত্রী মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হল। শুধু দেশ নয়, বিশ্বের প্রতিটি কোণায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মানুষ উদযাপন করলেন রাম মন্দির উৎসব । সারা বিশ্বে উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও ব়্যালি বের হচ্ছে, কোথাও রাম ভজন গাওয়া হচ্ছে। কোথাও কোথাও আরতি-পূজা হচ্ছে, আবার কোথাও জয় শ্রী রাম স্লোগান দেওয়া হচ্ছে।
রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজো শেষ হল. পুজো শেষে রামলালাকে প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মাটিতে শুয়ে পড়ে প্রণাম করেন তিনি। আরতির পর সাদা চামর দুলিয়ে রামলালার অর্চনা করেন প্রধানমন্ত্রী মোদী।
#WATCH | Prime Minister Narendra Modi at the Shri Ram Janmaboomi Temple in Ayodhya.#RamMandirPranPrathistha pic.twitter.com/q8TpjShaUw
— ANI (@ANI) January 22, 2024
দেশ ও বিশ্বের রাম ভক্তদের মনের ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার অবসান হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং সমস্ত সাধু ও ঋষিদের উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্টার পর রামলালার আরতি হয়। দুপুর ১২.২০ থেকে ১ টার মধ্যে অভিজিৎ মুহুর্তে রামলালার প্রাণ প্রতিষ্টা করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যার শ্রী রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। রয়েছেন দেশের বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ। জনজাতি সহ সমাজের সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান উপলক্ষ্যে সমবেত মানুষের উদ্দেশে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। শ্রী রাম জন্মভূমি মন্দিরের নির্মাণকাজের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের সঙ্গেও শ্রী মোদী আজ আলাপচারিতায় অংশ নেবেন। ভগবান শিবের প্রাচীন মন্দিরটি যেখানে পুনরুদ্ধার করা হয়, সেই কুবের টিলা পরিদর্শন করার পাশাপাশি, মন্দিরে পূজার্চনাও করবেন প্রধানমন্ত্রী।