‘হতেই পারে’, শতাধিক মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য নেতার

হাথরস: উত্তরপ্রদেশের হাথরসের (Hathras) ঘটনা নিয়ে বড় দাবি করলেন রাজনৈতিক নেতা। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে তিনি মোটেই যেন আমল দিতে চাইলেন না। তাঁর মতে, এরকম…

হাথরস: উত্তরপ্রদেশের হাথরসের (Hathras) ঘটনা নিয়ে বড় দাবি করলেন রাজনৈতিক নেতা। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে তিনি মোটেই যেন আমল দিতে চাইলেন না। তাঁর মতে, এরকম ঘটনা ঘটতেই পারে। আর এরকম মন্তব্য করে সর্বত্র শোরগোল ফেলে দিলেন সমাজবাদী পার্টির জাতীয় প্রধান সাধারণ সম্পাদক ও অধ্যাপক রামগোপাল যাদব।

এই সপা নেতার মতে, হাথরাসের ঘটনাটি নিছকই একটা দুর্ঘটনা, এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। তিনি জানালেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ সেখানে এসেছিলেন।’ রামগোপাল বলেন, ‘স্বঘোষিত ভোলে বাবা যখন সেখান থেকে চলে যান, তখন মানুষের মধ্যে হুড়োহুড়ি পরে যায় এবং পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এতে বহু মানুষের মৃত্যু হয়। এতে ষড়যন্ত্রের কিছু নেই।’

   

রামগোপাল বলেন, ‘দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। সরকারের উচিত তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং যথাযথ চিকিৎসা প্রদান করা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আইন করা উচিত।’ তিনি বলেন, ‘যে অনুষ্ঠানই হোক না কেন, ডাক্তার, ব্যারিকেড, দমকল ইত্যাদি ব্যবস্থা করতে হবে। এখন সরকার তদন্ত করছে। তারপরেই সব পরিষ্কার হয়ে যাবে। বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি বলেন, এর কোনও যৌক্তিকতা নেই।’

উল্লেখ্য, মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরসে ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও অবধি ১২১ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই মহিলা ও শিশু। এ দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনায় প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন। তবে আশঙ্কা করা হচ্ছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।