Rajya Sabha election: রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা

Pahalgam Attack Fallout: Modi Govt Plans Special Session to Discuss Operation Sindoor

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে। সোমবার শেষ হবে ভোট গ্রহণ। আর এই দিনেই ছয় রাজ্যের রাজ্যসভা (Rajya Sabha) নির্বাচনের নির্ঘণ্ট জানাল কমিশন। সেই ছয় রাজ্যের তালিকায় রয়েছে ত্রিপুরা। এছাড়াও রয়েছে উত্তর-পূর্ব ভারতের আরও দুই রাজ্য।

সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছ যে ছয় রাজ্যের রাজ্যসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে চলতি মাসেই। মার্চ মাসের অন্তিম দিনে হবে ভোট গ্রহণ। মোট ছয়টি রাজ্যের ১৩টি আসনে হবে ভোট গ্রহণ। সেই ছয় রাজ্যের মধ্যে তিনটি রাজ্য উত্তর পূর্ব ভারতে অবস্থিত। উত্তর পূর্বের সেই তিন রাজ্য হল অসম, ত্রিপুরা এবং নাগাল্যান্ড। বাকি তিন রাজ্য হচ্ছে পাঞ্জাব, কেরল এবং হিমাচল প্রদেশ।

   

Rajya Sabha election: রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা

এই নির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে ১৪ মার্চ। ২১ তারিখ থেকে শুরু হবে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। ২২ তারিখ সেই মনোনয়ন পরীক্ষা করা হবে। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন হচ্ছে ২৪ মার্চ। ৩১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ হবে। ওই দিনেই বিকেল ৫টার সময়ে হবে গণনা। রাজযসভার ওই সকল আসনের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে।

পাঞ্জাবের পাঁচ আসন ছাড়া বাকি পাঁচ রাজ্যের আট রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। পাঞ্জাবের পাঁচ আসনের মেয়াদ শেষ হবে ২ এপ্রিল। কেরলের তিনটি, অসমের দু’টি রাজ্যসভা আসনে হবে ভোট। বাকি হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে রাজ্যসভা আসনে হবে ভোট গ্রহণ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন