‘দোষীদের রেয়াত করা হবে না’, লালকেল্লা বিস্ফোরণ নিয়ে দৃঢ় বার্তা রাজনাথের

Rajnath Singh vows action Red Fort blast

নয়াদিল্লি: রাজধানীর লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত ‘Delhi Defence Dialogue’-এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং স্পষ্ট বার্তা দেন, “যাঁরা এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী, তাঁদের কোনওভাবেই রেয়াত করা হবে না।”

Advertisements

দেশবাসীকে আশ্বস্ত করলেন রাজনাথ

রাজনাথ বলেন, “প্রথমেই আমি গতকাল দিল্লিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার শিকার সমস্ত মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানাই। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই ঘটনার দায়ীরা আইনের মুখোমুখি হবেই। দেশের শীর্ষ তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে।”

   

মন্ত্রী আরও জানান, তদন্তের সমস্ত ফলাফল জনসমক্ষে আনা হবে। “কোনও অবস্থাতেই অপরাধীরা ছাড়া পাবে না,” সাফ জানিয়ে দেন রাজনাথ সিং।

তদন্তে জোর দিল্লি পুলিশের Rajnath Singh vows action Red Fort blast

তদন্ত সূত্রে খবর, সোমবার সন্ধ্যার ওই বিস্ফোরণের পর থেকে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল যৌথভাবে তদন্ত চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ, টোল প্লাজা ও মোবাইল ডাম্প ডেটা বিশ্লেষণের মাধ্যমে বিস্ফোরণের নেপথ্য কারিগরদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি এনএসজি ও অপরাধ দমন শাখার দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি, একটি সিলভার রঙের হুন্ডাই i20— বিকেল সাড়ে তিনটে নাগাদ লালকেল্লা সংলগ্ন সোনেহরি মসজিদের পাশে পার্কিং-এ ঢোকে এবং প্রায় তিন ঘণ্টা সেখানে অবস্থান করে। সন্ধ্যা ছ’টা বেয়াল্লিশে গাড়িটি স্থান ত্যাগ করে, কয়েক মিনিট পরেই ভয়াবহ বিস্ফোরণ।

Advertisements

ডেটা বিশ্লেষণে নতুন সূত্র

তদন্তকারীরা জানিয়েছে, বিস্ফোরণের সময় এলাকায় সক্রিয় থাকা সমস্ত মোবাইল নম্বর ও ইন্টারনেট ডিভাইসের তথ্য এখন খতিয়ে দেখা হচ্ছে। IPDR (Internet Protocol Detail Record) বিশ্লেষণ করে খোঁজা হচ্ছে সেইসব নম্বর বা ডিভাইস, যেগুলি বিস্ফোরণের পর হঠাৎ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।

তদন্তের পরিধি সম্প্রসারিত করা হয়েছে ফরিদাবাদ পর্যন্ত, যেখানে আগেই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কিছু নাম উঠে এসেছে।

রাজধানীতে চূড়ান্ত সতর্কতা

লালকেল্লা, চাঁদনি চক, দিল্লি মেট্রো স্টেশন, বাজার এলাকা ও ঐতিহ্যবাহী স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বোম নিষ্ক্রিয়করণ দল ও স্নিফার ডগ ইউনিট একাধিকবার তল্লাশি চালিয়েছে এলাকায়। নেতাজি সুভাষ মার্গ এবং সংলগ্ন রাস্তাগুলি ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ছিল, বিকল্প পথে চালানো হয়েছে যানবাহন।