Rajnath Singh: ‘রাহুল গান্ধী সেরা ফিনিশার,’ বললেন রাজনাথ সিং

২৪-এর লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে সরগরম দেশ। আসন্ন লোকসভা ভোটের আগে তুমুল প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। একই সঙ্গে আইপিএলও চলছে দেশে। এরই মাঝে রাহুল গান্ধীকে এম এস ধোনির সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আইপিএল ও ম্যাচ ফিক্সিংয়ের প্রসঙ্গ তুলতে গিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন। এদিকে কংগ্রেস নেতাকে সেরা ফিনিশারের আখ্যা দিয়েছেন রাজনাথ সিং। রাহুল গান্ধীকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন তিনি।

   

রাজনাথ বলেন, “আমি মাঝে মাঝে ভাবি কেন এমনটা হচ্ছে এবং আমি এই উপসংহারে পৌঁছেছি। ক্রিকেটের সেরা ফিনিশার কে? মহেন্দ্র সিং ধোনি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন ভারতীয় রাজনীতিতে সেরা ফিনিশার কে, আমি বলব রাহুল গান্ধী। সেই কারণেই বহু নেতা কংগ্রেস ছেড়েছেন। “

মধ্যপ্রদেশের সিধি জেলায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘বিজেপি জাতপাত, ধর্ম ও বর্ণের রাজনীতি করে না। আমরা ন্যায়বিচার ও মানবতার রাজনীতি করি। মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি যেই হোক না কেন, তারা ভারতের নাগরিক। তিনি ভারতের নাগরিক হিসেবেই থাকবেন।’

প্রতিরক্ষা মন্ত্রী কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘তথ্যের ভিত্তিতে রাজনীতি করা উচিত। জনগণের চোখের সামনে ধুলো ফেলে নয়। কিন্তু এই কাজটি তাদের দ্বারা প্রতিনিয়ত করা হচ্ছে। আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমাদের সরকার গঠিত হলে অযোধ্যার জমিতে একটি বিশাল রাম মন্দির নির্মিত হবে। এই প্রশ্ন বারবার বিজেপিকে করা হচ্ছিল।’ 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন