নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ নিরীহ নাগরিকের মৃত্যুর পরে চালানো ভারতের পাল্টা অভিযানের নামকরণ হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। আজ লোকসভায় দাঁড়িয়ে এই অভিযানের উদ্দেশ্য ও সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী শিবিরকে (Rajnath Singh Operation Sindoor)। বললেন, “যদি প্রশ্নই করতে হয়, তাহলে জিজ্ঞেস করুন, এই অভিযানে কোনও ভারতীয় সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না? উত্তর হবে, না। জিজ্ঞেস করুন, জঙ্গিদের যে মাথারা আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল, তারা কি অপারেশন সিঁদুরে নিধন হয়েছে কিনা? উত্তর, হ্যাঁ।”
‘নিরীহের রক্তের বদলা নিতে এই অভিযান’: রাজনাথ সিং
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর লক্ষ্য ছিল কোনও সীমান্ত পেরোনো নয়, কোনও এলাকা দখল নয়। এই অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা জঙ্গি নেটওয়ার্ককে ধ্বংস করা এবং যারা পহেলগাঁও-এ রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল, তাদের বিচার নিশ্চিত করা।”
রাজনাথ সিংয়ের কথায়, “এটা সোজা যুদ্ধ ছিল না। এটা ছিল জঙ্গিদের নামে পাকিস্তানের ছায়াযুদ্ধের জবাব। সেই কারণেই সেনাবাহিনীকে লক্ষ্য নির্ধারণে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, যেন যথাযথ জবাব দিতে পারে।”
বিরোধীদের দিকে নিশানা, নাম না করে রাহুল গান্ধীকেই আক্রমণ?
বিরোধীদের ভূমিকা নিয়ে কটাক্ষ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “কখনও বিরোধীরা প্রশ্ন তোলে, আমাদের কতগুলি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কেউ জিজ্ঞেস করে না, পাকিস্তানের কতগুলি বিমান ভূপাতিত হয়েছে। এমন প্রশ্নের মধ্যে কৌশলগত দৃষ্টিভঙ্গি থাকে না, থাকে রাজনৈতিক হীন মানসিকতা।”
যদিও রাজনাথ কারও নাম নেননি, রাজনৈতিক মহলের মতে, তাঁর এই আক্রমণ সরাসরি কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে। রাহুল এর আগেও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছিলেন, যেখানে দাবি করা হয় যে পাকিস্তানকে আগেই জানানো হয়েছিল অপারেশন সিন্ধূরের ব্যাপারে। সেইসঙ্গে রাহুল জানতে চেয়েছিলেন, এই অভিযানে ভারতীয় বায়ুসেনা কতটি বিমান হারিয়েছে।
‘ফলাফলই আসল’, বললেন প্রতিরক্ষামন্ত্রী
অপারেশন সিঁদুরের ব্যাপারে রাজনাথ বলেন, “শেষ পর্যন্ত ফলাফলই গুরুত্বপূর্ণ। এবং সমস্ত লক্ষ্য পূরণ হয়েছে। আমাদের কোনও সেনা ক্ষতিগ্রস্ত হয়নি, এবং যারা হামলার ষড়যন্ত্র করেছিল, তারা ধ্বংস হয়েছে। এতে ভারতের সামরিক ও রাজনৈতিক সাফল্য সুস্পষ্ট।”
গত মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি নিষ্ঠুর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ যাত্রী, যাঁদের মধ্যে ছিলেন মহিলা ও শিশু। এই ঘটনার জেরে ভারত সরকার অবিলম্বে ‘অপারেশন সিঁদুর’ চালায়, যা ছিল এক নিখুঁত ও সীমিত পাল্টা প্রতিক্রিয়া। অভিযানটি ঘিরে এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।