নৈতিকতাহীন শিক্ষার ফল ভয়াবহ, ‘হোয়াইট-কলার টেরর’ নিয়ে উদ্বেগ রাজনাথের

দেশ জুড়ে ‘হোয়াইট-কলার সন্ত্রাসবাদ’-এর এক বিপজ্জনক প্রবণতা মাথাচাড়া দিচ্ছে বলে শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উদয়পুরে ভূপাল নোবেলস বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা দিবসের…

Rajnath Singh on White Collar Terrorism

দেশ জুড়ে ‘হোয়াইট-কলার সন্ত্রাসবাদ’-এর এক বিপজ্জনক প্রবণতা মাথাচাড়া দিচ্ছে বলে শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উদয়পুরে ভূপাল নোবেলস বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষিত ও পেশাগত ভাবে প্রতিষ্ঠিত মানুষের একাংশ ক্রমশ সমাজবিরোধী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ছেন, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে ভয়াবহ ইঙ্গিত।

Advertisements

লালকেল্লা প্রসঙ্গ

প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে উঠে আসে ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের প্রসঙ্গ। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৫ জন। রাজনাথ সিং উল্লেখ করেন, এই হামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও অশিক্ষিত উগ্রপন্থী ছিলেন না, বরং তাঁরা ছিলেন প্রশিক্ষিত চিকিৎসক। তিনি তীব্র কটাক্ষ করে বলেন, “যাঁদের কাজ মানুষের জীবন বাঁচানোর ওষুধের প্রেসক্রিপশন লেখা, তাঁদের হাতেই পাওয়া গিয়েছে আরডিএক্স।”

   

লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তে একটি সুসংগঠিত ‘হোয়াইট-কলার টেরর মডিউল’-এর হদিস মেলে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। সেই তদন্তের সূত্র ধরে গ্রেফতার করা হয় একাধিক চিকিৎসককে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডা. উমর-উন-নবি, যিনি বিস্ফোরকভর্তি গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ, পাশাপাশি ডা. মুজাম্মিল গনাই, ডা. আদিল রাদার এবং ডা. শাহিনা সইদও গ্রেফতার হয়েছেন।

আধুনিক শিক্ষাব্যবস্থার গুরুতর ব্যর্থতা Rajnath Singh on White Collar Terrorism

এই ঘটনাগুলিকে আধুনিক শিক্ষাব্যবস্থার এক গুরুতর ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন রাজনাথ সিং। তাঁর বক্তব্য, শিক্ষা যদি কেবল পেশাগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর তার সঙ্গে নৈতিকতা, চরিত্রগঠন, বিনয় ও কর্তব্যবোধ যুক্ত না থাকে, তবে সেই জ্ঞান সমাজের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। তিনি বলেন, “জ্ঞান যদি প্রজ্ঞা ও নৈতিকতার সঙ্গে না চলে, তা সমাজকে ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে।”

‘ধর্ম’ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি কোনও নির্দিষ্ট উপাসনালয়, আচার বা ধর্মীয় আচরণের কথা বলছেন না। তাঁর মতে, ধর্ম বলতে বোঝানো উচিত-নাগরিক হিসেবে দায়িত্ববোধ, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য এবং মানবিক মূল্যবোধ।

ভারতের প্রতিরক্ষা ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী

অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জের পাশাপাশি ভারতের প্রতিরক্ষা ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদী ছবি তুলে ধরেন রাজনাথ সিং। তিনি জানান, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে স্টার্টআপগুলির কাজ অত্যন্ত উল্লেখযোগ্য এবং আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যেই অস্ত্র ব্যবস্থায় সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে উঠবে ভারত, এই বিশ্বাস তাঁর দৃঢ়। তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসা ভারত ২০৩০ সালের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছনোর পথে এগোচ্ছে।

বক্তব্যের শেষে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গবেষণাকে কেবল পত্রিকা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব সামাজিক সমস্যার সমাধানে কাজে লাগাতে হবে। বহুমাত্রিক ও সমাজমুখী গবেষণাই ভবিষ্যতের ভারতের ভিত মজবুত করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

 Bharat: Rajnath Singh Udaipur speech 2026, White collar terrorism India, Red Fort car bomb blast doctors, Bhupal Nobles University 104th foundation day, Dr. Umar-un-Nabi Red Fort blast, India defense self-reliance 2047.

Advertisements