‘ধর্ম নয়, কাজ দেখে মেরেছি’: মরক্কো থেকে পাকিস্তানকে টার্গেট রাজনাথের

মরক্কোর রাবাতে সোমবার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তাঁদের সামনে পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং ভারতের জবাবী পদক্ষেপের মধ্যে পার্থক্য তুলে ধরলেন।…

Rajnath Singh Morocco visit

মরক্কোর রাবাতে সোমবার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তাঁদের সামনে পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং ভারতের জবাবী পদক্ষেপের মধ্যে পার্থক্য তুলে ধরলেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র সন্ত্রাসীদের ওপরেই কেন্দ্রীভূত ছিল৷ কোনও নাগরিক বা সামরিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়নি।

রাজনাথ বলেন, “সন্ত্রাসবাদীরা আমাদের নাগরিকদের ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছে। কিন্তু আমরা কারও ধর্ম দেখেনি, তাদের কাজ দেখে প্রতিক্রিয়া নিয়েছি। ভারতে কোনও ধর্মের মানুষের প্রতি বৈষম্য নেই। যিনি যাঁকে বিশ্বাস করতে চান, তিনি করতে পারেন, এটাই ভারতের প্রকৃতি।”

   

নাগরিকের উপর হামলা নয়

তিনি আরও উল্লেখ করেন, “আমরা শুধু তাদের হত্যা করেছি যারা আমাদের মানুষ হত্যা করেছে। আমরা কোনও নাগরিক বা সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করিনি। ভারতের মতো দেশের জন্য এটি একটি অনন্য চরিত্র। ইচ্ছে থাকলে যে কোনো সামরিক বা নাগরিক স্থাপনা হামলা করা যেত, কিন্তু আমরা তা করিনি। ভারতের এই চরিত্রকে আমরা অটুট রাখব।”

Advertisements

মরক্কো সফরে প্রথম ভারতীয় প্রতিরক্ষা Rajnath Singh Morocco visit

রাজনাথ সিং মরক্কোতে দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন, যা একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে৷ মরক্কো সফরে প্রথম ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি উপস্থিত হয়েছেন। রবিবার তিনি ক্যাসাব্লাঙ্কা মোহাম্মদ ভি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, যেখানে তাঁকে স্বাগত জানান ক্যাসাব্লাঙ্কার মিলিটারি কমান্ডের হেড ওয়ালি এবং মরক্কোতে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় রানা।

সফরে রাজনাথ সিং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে ভারতের সাংঘাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার নীতি, ধর্মনিরপেক্ষতার মূলনীতি এবং মানবিক নীতি তুলে ধরেছেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News