নয়াদিল্লি ও ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে, ঢাকার বনানীতে রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরুর বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
দিল্লিতে রাজনাথ সিংয়ের শ্রদ্ধা
বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যান রাজনাথ সিং। সেখানে শোকবইয়ে স্বাক্ষর করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, “নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমাদের গভীর শোক প্রকাশ করলাম। আমাদের সমবেদনা তাঁর পরিবার এবং বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে রয়েছে।”
ঢাকার জানাজায় জনসমুদ্র ও আন্তর্জাতিক উপস্থিতি Rajnath Singh condolence Khaleda Zia
বুধবার ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের খতিবের ইমামতিতে হওয়া এই জানাজায় লক্ষাধিক মানুষের ঢল নামে। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। জানাজায় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও দক্ষিণ এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরা এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়?
এস জয়শঙ্করের এই ঢাকা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মাত্র ৪ ঘণ্টার ঝটিকা সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা করেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্স-এ জানিয়েছেন, জয়শঙ্করের এই সফর ঢাকা ও দিল্লির সম্পর্কের ক্ষেত্রে প্রগতিশীল ও বাস্তববাদী এক নতুন অধ্যায় তৈরি করবে।
কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
মায়ের শেষ বিদায়ে যারা পাশে ছিলেন এবং বিদেশ থেকে যেসব প্রতিনিধিরা ঢাকায় এসেছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। তিনি লেখেন, “ব্যক্তিগত শোকের এই মুহূর্তে আমি সেইসব ব্যক্তিদের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই, যাঁদের পেশাদারিত্ব এবং সহযোগিতা আমার মায়ের শেষ বিদায়কে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করেছে।”
Bharat: Indian Defence Minister Rajnath Singh signs the condolence book for Khaleda Zia in Delhi. Meanwhile, S Jaishankar’s Dhaka visit for the funeral and meeting with BNP’s Tarique Rahman signals a strategic shift in India-Bangladesh bilateral ties.
