হট এয়ার বেলুনের দড়ি ছিঁড়ে বিপত্তি! ১০০ ফুট নীচে আছড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির

Rajasthan: মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানে। হট এয়ার বেলুনের দড়ি ছিঁড়ে আকাশের ১০০ ফুট উচ্চতা থেকে নীচে আছড়ে পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারান জেলায়।…

Rajasthan Accident

Rajasthan: মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানে। হট এয়ার বেলুনের দড়ি ছিঁড়ে আকাশের ১০০ ফুট উচ্চতা থেকে নীচে আছড়ে পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারান জেলায়।

বারান জেলার ৩৫ তম প্রতিষ্ঠা দিবস চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি হট এয়ার বেলুনে আটকে যান। এরপর দড়ি ছিঁড়ে সোজা ১০০ ফুট নীচে আছড়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ইভেন্ট চলাকালীন এই ঘটনা ঘটায় পুরোটাই ক্যামেরাবন্দী হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ভিডিওতে দেখা যাচ্ছে যে কোটার ওই বাসিন্দা বাসুদেব খত্রি মাটির উপর দাঁড়িয়ে আছেন। এরপর হঠাৎ করেই হট এয়ার বেলুনের দড়িতে তিনি জড়িয়ে পড়েন। তারপর আচমকা ওই বেলুন বাসুদেবকে প্রায় ১০০ ফুট উঁচুতে টেনে নিয়ে যায়। উঁচুতে উঠতেই দড়িটা ছিঁড়ে যায় এবং বাসুদেব এতটা উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisements

উলেখ্য, ওই হট এয়ার বেলুনটিকে পরীক্ষা করছিলেন একটি টিম। ওই দলেরই অংশ ছিলেন বাসুদেব। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ওই হট এয়ার বেলুনের কোম্পানি অতীতে জেলা প্রশাসনের সঙ্গে কাজ করেছিল।

বারান জেলার কালেক্টর রোহিতাশ সিং তোমার জানিয়েছেন যে মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩ দিনের প্রতিষ্ঠা দিবস উদযাপনের সমস্ত ইভেন্ট বাতল করা হয়েছে।