Rajasthan Lift Collapse: খনি দুর্ঘটনায় মৃত ১, উদ্ধার ১৪ জন

টানা কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান সমাপ্ত হল। রাজস্থানের কোলিহান খনি দুর্ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। আজ বুধবার দুপুরে রাজস্থানের খনিতে লিফট ধসে (Rajasthan Lift Collapse) পড়ার ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা গেলেও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের বলে খবর।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনঝুনুতে নিম কা থানার কোলিহান খনিতে লিফট ভেঙে পড়ে। এই ঘটনায় আটকে পরেন ১৪ জন। এরপর বুধবার ভোররা থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যায়। এসডিআরএফ-এর এক কর্মী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “একজনের দেহ বের করে আনা হয়েছে এবং মোট ১৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।” নিম কা থানার কালেক্টর শরদ মেহরা জানিয়েছেন, আটকে পড়া ১৫ জনকে বের করে আনা হয়েছে এবং মেডিক্যাল টিম তাদের পরীক্ষা করছে। আহতদের জয়পুরে পাঠানো হয়েছে।

   

তিন জনকে জয়পুরের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক আধিকারিক বলেন, ‘কেউ গুরুতর আহত হয়নি। যাঁদের উদ্ধার করা হচ্ছে, তাঁদের ক্রমাগত অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসা হচ্ছে।’ তিনি বলেন, ‘মূলত আহত শ্রমিকদের পা ও গোড়ালিতে হাড় ভেঙ্গে গেছে।’ একজন ভিজিল্যান্স অফিসারের মৃত্যু ঘটেছে বলে খবর।

ভিজিল্যান্স টিমের সদস্যদের বহনকারী লিফটটি খনির দুই হাজার ফুট ভেতরে ভেঙে পড়ে বলে জানা যায় আটকে পড়াদের মধ্যে ছিলেন চিফ ভিজিল্যান্স অফিসার উপেন্দ্র পাণ্ডে, খেতরি কপার কমপ্লেক্স ইউনিটের প্রধান জিডি গুপ্তা এবং কোলিহান খনির ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে শর্মা। ১৪ সদস্যকে বের করে আনতে মঙ্গলবার রাত থেকে শুরু হয় উদ্ধারকাজ। খনির বাইরে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন