Rajasthan: এক্সাক্ট ফলের আগের রাতে বসুন্ধরা, সকালে গেহলটের বৈঠকে গরম রাজস্থান

পাঁচ বছরে বদলে যায় সরকার। রাজস্থানে (Rajasthan election 2023) গত কয়েকটি বিধানসভা এমনই প্রবণতা। এবারও কি পরিবর্তন? ফলাফল ঘোষণার আগে কংগ্রেস ও বিজেপির কোর কমিটির…

BJP-Congress clash

পাঁচ বছরে বদলে যায় সরকার। রাজস্থানে (Rajasthan election 2023) গত কয়েকটি বিধানসভা এমনই প্রবণতা। এবারও কি পরিবর্তন? ফলাফল ঘোষণার আগে কংগ্রেস ও বিজেপির কোর কমিটির বৈঠক চলেছে। শনিবার রাতে বৈঠক করেন বিজেপির নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। রবিবার বেল দশটা নাগাদ কংগ্রেসের বিশেষ বৈঠক। থাকবেন অশোক গেহলট। ততক্ষণে স্পষ্ট হয়ে যাবে তিনি মুখ্যমন্ত্রী থাকলেন নাকি প্রাক্তন হলেন। এক্সিট পোল বলেছে রাজস্থানে বিজেপি ক্ষমতায় আসতে পারে। আর রবিবার এক্সাক্ট ফলে কী বলবে?

রাজস্থানে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট খুব স্বস্তিজনক অবস্থাব ছিলেন না। গত বিধানসভার ভোটে রাজ্যের ২০০ আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছিল ১০০টি আসনে। বিজেপি পেয়েছিল ৭৩টি আসন। ১৩টি নির্দল  এবং বিএসপি পেয়েছিল ৬টি। সিপিআইএম পেয়েছিল দুটি।

   

এবার পাঁচ রাজ্যের বিধানসভার ভোটে রবিবার চার রাজ্যের ফলাফলে রাজস্থানের রাজ সিংহাসন কার দখলে সেই দিকে নজর দেশবাসীর। এ রাজ্যে কংগ্রেসের মূল সংকট গেহলট-পাইলট দ্বন্দ্ব। প্রবীণ অশোক গেহলট ও নবীন সচিন পাইলট এই দুই শিবিরে বিভক্ত কংগ্রেস শিবির।