মুম্বইয়ে দুর্যোগের ছায়া, টানা বৃষ্টিতে মৃত ১০, জারি ওরেঞ্জ অ্যালার্ট

মুম্বই ২৯ সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র (Mumbai Rains Today) । গত ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যজুড়ে অন্তত ১০ জনের প্রাণহানির খবর মিলেছে বৃষ্টি-সম্পর্কিত নানা দুর্ঘটনায়।…

rain-havoc-in-mumbai-imd-issues-orange-alert-urges-caution-after-10-deaths

মুম্বই ২৯ সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র (Mumbai Rains Today) । গত ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যজুড়ে অন্তত ১০ জনের প্রাণহানির খবর মিলেছে বৃষ্টি-সম্পর্কিত নানা দুর্ঘটনায়। অপরদিকে, বন্যাপ্রবণ এলাকাগুলি থেকে এখন পর্যন্ত ১১,৮০০-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ (State Disaster Management Department)।

Advertisements

প্রাকৃতিক এই দুর্যোগের সবচেয়ে করুণ প্রভাব দেখা গেছে নাসিক জেলায়। সেখানেই চারজনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া, আহিল্যনগর (পূর্বে ঔরঙ্গাবাদ নামে পরিচিত), এবং ধারাশিভ (পূর্বতন নাম ছিল ওসমানাবাদ) জেলায় দু’জন করে মৃত্যু হয়েছে। এক জন করে মারা গিয়েছেন জলনা ও ইয়াভতমাল জেলায়।

   

এই টানা বৃষ্টিতে ইতিমধ্যেই মুম্বই শহরে বর্ষা মরসুমে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৩,০০০ মিমি ছাড়িয়ে গিয়েছে, যা বর্ষা শেষ হওয়ার আগেই একটি উল্লেখযোগ্য রেকর্ড। শহরের নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়া, ট্র্যাফিক জ্যাম, ট্রেন চলাচলে ব্যাঘাত এবং বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যাগুলি প্রতিদিনকার চিত্র হয়ে উঠেছে। অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) রাজ্যের চারটি জেলায় — মুম্বই সাবার্বান, রায়গড়, থানে ও পালঘর — ‘ওরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। এই সতর্কবার্তায় বলা হয়েছে, কিছু কিছু স্থানে হতে পারে **ভারী থেকে অতিভারী বৃষ্টি**, এবং সেই সঙ্গে সম্ভাব্য ভূমিধস, জলাবদ্ধতা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, উপকূলবর্তী মহারাষ্ট্র জুড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে আগামী কয়েক দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে গৃহবন্দি থাকা, অপ্রয়োজনে ঘর থেকে না বেরোনো এবং প্রশাসনের পরামর্শ মেনে চলার আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষকে।

বিপর্যস্ত অঞ্চলগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), স্থানীয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বন্যার জলে আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হচ্ছে। বেশ কয়েকটি স্কুল-কলেজে অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয়, খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারদের।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যবাসীর উদ্দেশে বলেন, “এই বৃষ্টি এখনও থামেনি। যারা বিপন্ন এলাকায় রয়েছেন, তাদের প্রশাসনের সাহায্য নিতে হবে। প্রয়োজনে হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, তবে মানুষের সহযোগিতা সবচেয়ে জরুরি।”