দীপাবলি ও ছট উৎসবে রেলের বড় উপহার, ১২ হাজার বিশেষ ট্রেন চালু, মিলবে কনফার্ম টিকিট

দীপাবলি এবং ছট উৎসবকে সামনে রেখে রেলের তরফে যাত্রীদের জন্য বড় ঘোষণা (Railways Announces) করা হয়েছে। প্রতিবছর এই সময়ে ভিড় সামলাতে রেলের উপর বিপুল চাপ…

Indian Railways round trip offer

দীপাবলি এবং ছট উৎসবকে সামনে রেখে রেলের তরফে যাত্রীদের জন্য বড় ঘোষণা (Railways Announces) করা হয়েছে। প্রতিবছর এই সময়ে ভিড় সামলাতে রেলের উপর বিপুল চাপ তৈরি হয়। সেই চাপ কমানোর পাশাপাশি যাত্রীদের যাতে নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত হয়, সেজন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। রেলমন্ত্রীর দাবি, এবারের উৎসবের মরশুমে রেল পরিষেবা হবে আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও যাত্রীবান্ধব।

রেলমন্ত্রী জানান, অক্টোবর-নভেম্বর মাসে দীপাবলি এবং ছট উপলক্ষে মোট ১২,০০০ বিশেষ ট্রেন চালানো হবে। এর পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে— যারা ১৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রা করবেন এবং ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফিরবেন, তাঁদের জন্য নিশ্চিত টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এতদিন উৎসবের সময় কনফার্ম টিকিট পাওয়া ছিল ভোগান্তির অন্যতম প্রধান কারণ। এবার রেলমন্ত্রীর নতুন ঘোষণা সেই সমস্যার অনেকটাই সমাধান করবে।

   

এর পাশাপাশি আরও একটি সুখবর রয়েছে যাত্রীদের জন্য। রেলমন্ত্রী জানিয়েছেন, ফিরতি যাত্রার সময় টিকিটের উপর থাকবে ২০ শতাংশ ছাড়। অর্থাৎ যারা ছট বা দীপাবলির সময় বাড়ি ফিরবেন এবং ফেরত আসবেন, তাঁরা দু’দিকের ভ্রমণে আর্থিক সুবিধা পাবেন।

শুধু বিশেষ ট্রেনই নয়, উৎসবের মরশুমে আরও কিছু বড় ঘোষণা করেছেন অশ্বিনী বৈষ্ণব। গয়া থেকে দিল্লি, সহরসা থেকে অমৃতসর, ছাপরা থেকে দিল্লি এবং মুজাফফরপুর থেকে হায়দ্রাবাদ পর্যন্ত চালু করা হবে ৪টি অমৃত ভারত এক্সপ্রেস। এর পাশাপাশি পূর্ণিয়া থেকে পটনা পর্যন্ত চালু হবে একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস।

ধর্মীয় ও ঐতিহাসিক দিক মাথায় রেখে ঘোষণা করা হয়েছে একটি নতুন বৌদ্ধ সার্কিট ট্রেন। বৈশালী, হাজিপুর, সোনপুর, পটনা, রাজগীর, গয়াজি, কোডারমা সহ ভগবান বুদ্ধের সঙ্গে যুক্ত একাধিক জায়গাকে সংযুক্ত করবে এই বিশেষ সার্কিট ট্রেন। এর ফলে দেশের এবং বিদেশের পর্যটকরা সহজে এই গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ভ্রমণ করতে পারবেন।

Advertisements

রেলমন্ত্রী আরও ঘোষণা করেছেন, বক্সার থেকে লক্ষীসরাই পর্যন্ত চার লাইনের রেলপথ নির্মাণ করা হবে এবং পাটনার চারপাশে তৈরি হবে একটি রিং রেলপথ। এর পাশাপাশি পাটনা থেকে অযোধ্যা পর্যন্ত একটি নতুন ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে।

বিহারের এনডিএ নেতাদের সঙ্গে বৈঠকের পরেই রেলমন্ত্রী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ওই বৈঠকে নেতারা জানান, দীপাবলি এবং ছট উৎসবের সময় বিপুল সংখ্যক যাত্রী বাড়ি ফেরেন। ভিড় এবং ভোগান্তির কারণে সাধারণ মানুষ প্রায়ই সমস্যায় পড়েন। তাঁদের দাবি ছিল, উৎসবের সময়ে যাতে সাধারণ যাত্রীদের জন্য যথেষ্ট ট্রেন এবং কনফার্ম টিকিটের ব্যবস্থা করা হয়। রেলমন্ত্রীর এই ঘোষণায় তাঁদের দাবি পূরণ হয়েছে বলেই মনে করা হচ্ছে।

অশ্বিনী বৈষ্ণব বলেন, “দীপাবলি এবং ছটের মতো জনপ্রিয় উৎসবে যাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যে আমরা বিশেষ পরিকল্পনা করেছি। ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, কনফার্ম টিকিট নিশ্চিত করা হচ্ছে এবং ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে নতুন এক্সপ্রেস ও সার্কিট ট্রেন চালু করা হচ্ছে, যা মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের ভ্রমণকে সহজ করবে।”

এই সিদ্ধান্তে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। উৎসবের মরশুমে বাড়ি ফেরা মানুষজনের কাছে এটি নিঃসন্দেহে এক বড় উপহার।