অতীতে এলাহাবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ, আর মুঘলসরাইয়ের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। সেই ধারাই অব্যাহত রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সম্প্রতি রাজ্যের আটটি স্টেশনের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Railway)।
ভারতীয় রেলের এই টিকিটের বৈধতা টানা ৫৬ দিন! একবার কাটলেই কেল্লাফতে
মঙ্গলবার উত্তর রেলের লখনউ রেলওয়ে বিভাগের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ৮টি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে। কাসিমপুর হল্ট স্টেশনের নাম বদলে হয়েছে জয়স সিটি, জয়স রেল স্টেশন হয়েছে গুরু গোরক্ষনাথ ধাম, মিসরৌলি হয়েছে মা কালিকান ধাম, বাণী স্টেশনের নাম বদলে হয়েছে স্বামী পরমহংস, নিহালগড় বদলে হয়েছে মহারাজা বিজলি পাসি, আকবরগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মা অহর্ব ভবানী ধাম, ওয়ারিশগঞ্জ হল্টের নাম বদলে রাখা হয়েছে অমর শহিদ ভালে সুলতান। ফুরসাতগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে তপেশ্বরনাথ ধাম।
৭৫ মিনিট বাথরুমে ছিলাম,তাই সিবিআইয়ের ডাক শুনিনি, অকপট স্বীকারোক্তি সন্দীপের
The Competent Authority has accorded its approval for the change in names of 8 stations in Lucknow Division of Northern Railway. pic.twitter.com/ezWH5EDXhL
— ANI (@ANI) August 27, 2024
এবার উত্তর প্রদেশে স্টেশনের নাম বদলের বিরোধিতায় সরব হয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, “স্টেশনের নাম বদল নয়, বিজেপির উচিত নাম না বদলে স্টেশনগুলির উন্নতি করা এবং রেল দুর্ঘটনা রুখতে আরও মনযোগী হওয়া।”
রেশন দুর্নীতি মামলায় প্রথম জামিন মঞ্জুর, বিরাট স্বস্তি বাকিবুর-শঙ্কর আঢ্যদের
যোগীর আমলে উত্তরপ্রদেশে বিভিন্ন স্থানের নাম বদল নতুন কিছু নয়। তবে যোগী তথা বিজেপির ইন্ধনেই রেলের এই ভূমিকা নিয়ে কার্যত সরব বিরোধীরা। সংসদেও বিষয়টি তোলা হবে বলেও জানিয়েছে বিরোধী দলগুলি।