HomeBharatআবারও রেল দুর্ঘটনা! উত্তরপ্রদেশে ভেঙে দু-টুকরো ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেস

আবারও রেল দুর্ঘটনা! উত্তরপ্রদেশে ভেঙে দু-টুকরো ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেস

- Advertisement -

রেল দুর্ঘটনা (Railway accident in India) থামার যেন নামই নেই। রবিবার ফের দুর্ঘটনার কবলে আরও একটি ট্রেন। উত্তরপ্রদেশে (Uttarpradesh) চলতে চলতে দু-টুকরো হয়ে গেল ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেস (Ganga Satadru express)। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির ১০ টি কামরা খুলে গেলেও হতাহতেরব কোনও খবর পাওয়া যায়নি।

নাছোড় সিবিআই, ডাঃ সন্দীপের বাড়িতে আরও কেন্দ্রীয় গোয়েন্দা

   

জানা গিয়েছে রবিবার ভোরে উত্তরপ্রদেশের চক্রজ মাল এলাকার কাছে এসে আচমকা খুলে যায় ফিরোজপুর থেকে ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেসের ১০টি বগি। দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অল্পের জন্য এ যাত্রায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন যাত্রীরা। বেশ কিছু ক্ষণ পরে অবশিষ্ট বগিগুলি নিয়ে ট্রেনের ইঞ্জিন ধানবাদের উদ্দেশে রওনা দিয়েছে।

আরজি কর-কাণ্ডে নয়া মোড়, সন্দীপ ঘোষের আরও এক কুকীর্তির তথ্য CBI-র হাতে

রেল পুলিশ সুত্রে খবর, আজ ভোর ৪টা নাগাদ ধানবাদগামী একটি ট্রেনের কিছু বগি ইঞ্জিন-সহ বাকি বগিগুলি থেকে আলাদা হয়ে যায়। কিছু প্রযুক্তিগত কারণেই ওই বিভ্রাট দেখা দিয়েছে। তবে নিরাপদে রয়েছেন যাত্রীরা।’’ রেলের আধিকারিকেরা জানাচ্ছেন, দু’টি স্লিপার কোচের মধ্যে ‘কাপলিং’ আলাদা হয়ে গেলে এমন ঘটনা ঘটে। এ থেকে বড় দুর্ঘটনাও ঘটতে পারে।

দোষীরা শাস্তি পাক আগে, কর্মবিরতিতে অনড় চিকিত্সকেরা

ওই ট্রেনটিতে করে উত্তরপ্রদেশ পুলিশে নিয়োগ পরীক্ষায় বসতে আসছিলেন ২০০ বেশি পরীক্ষার্থী। এছাড়াও ছিলেন আরও অন্যান্য যাত্রী। দুর্ঘটনার জেরে বিপাকে পড়তে হয় তাঁদের।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular