‘নাচ’ নিয়ে রাহুলের নতুন কটাক্ষ, মোদীর পর এবার কাদের নিশানা করলেন তিনি?

পাটনা: সম্প্রতি ‘ভোটের জন্য জনগণ চাইলে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) মঞ্চে নাচতেও পারেন’, বলে কটাক্ষ করে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahu Gandhi)। এমনকি তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। এবার মোদীর পর ‘নাচ’ নিয়ে নতুন কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ।

Advertisements

রবিবার বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারে নেমে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে চালনা করে শিল্পপতিরা। নির্বাচনের পর নাচ-গান করবে আদানি ও আম্বানি”। তাঁর কটাক্ষ, “নরেন্দ্র মোদী আসেন, বক্তৃতা দেন, প্রতিশ্রুতি দেন, বলেন নির্বাচনের দিন পর্যন্ত আপনারা যা চাইবেন তিনি তাই করবেন।”

   

“কিন্তু ভোট শেষ হতেই ওনার আর দেখা মেলে না। না তো উনি বিহারে আসেন, না আপনাদের কথা শোনেন। তাই বলবো, আপনারা যা যা করিয়ে নিতে চান, এখনই সুবর্ণ সুযোগ!”, বলে কটাক্ষ করেন রাহুল। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘নাচ’ মন্তব্যের বিতর্কের পর এদিন রাহুল বলেন, “ভোটের জন্য প্রধানমন্ত্রী সব করতে পারেন। আপনারা ওনাকে যোগব্যায়াম করতে বলুন, উনি বেশ কয়েকটি আসন করে দেখয়ে দেবেন”।

“যাঁদের কেউ দেখেনা, তাঁদের মোদী দেখেন”

Advertisements

অন্যদিকে, এদিন বিহারের নাওয়াদার জনসভা থেকে মোদী চাষিদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির পাশাপাশি আরও ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি অভিযোগ করেন, আগের সরকার, ছোট কৃষকদের কোনও গুরুত্বই দেয়নি। কিন্তু “যাঁদের কেউ দেখে না, তাঁদের এই মোদী দেখেন”, বলে উল্লেখ করেন তিনি।

তিনি দাবী করেন, এনডিএ সরকার নওয়াদার ২ লক্ষ চাষিকে প্রায় ৬৫০ কোটি টাকা দিয়েছে। তিনি বলেন, “আমরা চাষিদের ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছি। দরিদ্র চাষিরা ২০,০০০ কোটি টাকা পেয়েছেন। নওয়াদার ২ লক্ষ চাশির অ্যাকাউন্টে ৬৫০ কোটি টাকা দেওয়া হয়েছে”।

প্রসঙ্গত, ভোটমুখী বিহারে বর্তমানে সপ্তমে উঠেছে শাসক-বিরোধীর আক্রমণ, পাল্টা আক্রমণের সুর। আর ৩ দিন পর ৬ নভেম্বর প্রথম দফায় বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। ২৪৩ টি আসনের ভোটের ফলাফল ঘোষিত হবে ১৪ নভেম্বর।