লালুপ্রসাদ যাদব থেকে শুরু করে হরিয়ানার কৃষক মহিলারা সবার চিন্তা একটাই কবে বিয়ের পিঁড়িতে বসবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি হরিয়ানার শোনিপথ থেকে কৃষক মহিলারা দিল্লিতে প্রিয়াঙ্কার বাড়িতে গেছিলেন। সেখানে নাচ, গান, খাওয়া দাওয়ার পর সোনিয়াকে ছেলের বিয়ে দিতে বললেন এক মহিলা। উত্তরের ভিডিও নিজেই পোস্ট করেন রাহুল।
বলিউড ডিভা থেকে বিদেশী বান্ধবী বাদ যায়নি কিছুই। মোস্ট এলিজেবল ব্যাচেলারের ৫০ পেরিয়ে গেলেও চার হাত এক হয়নি। রাজনীতিতে দক্ষ হয়ে উঠলেও আইবুড়ো নাম ঘোচেনি। বিয়ে নিয়ে কি ভাবছেন কংগ্রেস যুবরাজ? কী ভাবছেন গান্ধী পরিবার। সবাই চিন্তায় রাহুলের বিয়ে নিয়ে।
আসন্ন লোকসভা ভোটের আলোচনার মাঝেও উঠে আসে রাহুলের বিয়ে প্রসঙ্গ। সাংবাদিক বৈঠকের মাঝে কংগ্রেস সংসদ রাহুলকে দ্রুত বিয়ে সেরে ফেলতে বলেন লালুপ্রসাদ যাদব । সমস্ত নেতারা সম্মত হন লালুপ্রসাদের বক্তব্যে। লালুপ্রসাদ যাদব বলেন, “খুব শীঘ্রই বিয়ে করুন, আমরা বরযাত্রী যাব”। এবার রাজনীতি ছাড়িয়ে কৃষিজমি থেকে উঠে আসা মহিলার গলাতেও এক সুর। রাহুলের বিয়ে নিয়ে মজার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি হরিয়ানার শোনিপথ থেকে কৃষক মহিলারা দিল্লিতে প্রিয়াঙ্কার বাড়িতে গেছিলেন। গত ১৪ জুলাই ৪৩ জন মহিলা গেছিলেন প্রিয়াঙ্কার বাড়িতে। সেখানে ছিলেন রাহুল গান্ধী, মা সোনিয়া গান্ধী। দেশি ঘি, লস্যি, মিষ্টি, ঘরে তৈরি আচার নিয়ে গেছিলেন ওই মহিলারা। মদিনা গ্রামের ওই মহিলাদের সাথে নাচ গান করেন সোনিয়া গান্ধী। এরপর একসঙ্গে খাওয়া দাওয়া করেন। সেখানেই এক মহিলা রাহুলের বিয়ে নিয়ে প্রশ্ন করেন। সোনিয়া পাত্রী খুঁজে দিতে বলেন ওই মহিলাকে। এই উত্তরে হাসতে থাকেন সকলে। সেই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী লিখেছেন, তাদের জন্য স্মরণীয় ছিল ওই দিনটি। ভিডিও সামনে আসতে প্রশ্ন করছেন সকলে। তাহলে কী ২৪ এর লোকসভায় মোদীকে গদিছাড়া করে রাহুল বসবেন বিয়ের পিঁড়িতে।
मां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे – देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:https://t.co/2rATB9CQoz pic.twitter.com/8ptZuUSDBk
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2023