HomeBharatবাংলাদেশের তাণ্ডবের নেপথ্যে কী পাকিস্তান? প্রশ্ন রাহুলের, কী জবাব জয়শঙ্করের?

বাংলাদেশের তাণ্ডবের নেপথ্যে কী পাকিস্তান? প্রশ্ন রাহুলের, কী জবাব জয়শঙ্করের?

- Advertisement -

উত্তাল বাংলাদেশ। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের এই অশান্তির পিছনে কী পাকিস্তানের হাত রয়েছে? সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নই তুললেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। হাসিনা এবং বাংলাদেশ নিয়ে সরকারের কী পরিকল্পনা, তা নিয়েও প্রশ্ন করেন লোকসভার বিরোধী দলনেতা।

মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী মোদীর ডাকে হওয়া সর্বদলীয় বৈঠকে এনডিএ-র সাংসদদের পাশাপাশি বিরোধী জোটের একাধিক সাংসদও উপস্থিত ছিলেন। কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে।

   

এই বৈঠকেই বাংলাদেশ ইস্যু নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানতে চান যে, নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শাসন করবে। এই পরিস্থিতিতে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত। এর জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন,

‘পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কিছু জায়গায় ভারত-বিরোধী মনোভাব দেখা যাচ্ছে, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, ভারত সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

১০ মিনিটেই খাবার আপনার হাতে, জোমাটো-সুইগিকে টেক্কা দেবে এই ডেলিভারি সংস্থা

এরপরই কংগ্রেস সাংসদ প্রশ্ন করেন, বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে , তার পিছনে কি বিরোধী শক্তি, বিশেষ করে পাকিস্তানের কোনও যোগ রয়েছে? কেন্দ্রের তরফে জবাবে বলা হয়, এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশে যে এমন পরিস্থিতি হতে চলেছে, তা কি ভারত সরকার আগে আঁচ করতে পেরেছিল? এই প্রশ্নও করেন রাহুল গান্ধী। বিদেশমন্ত্রী এর জবাবে বলেন কেন্দ্র পরিস্থিতির দিকে নজর রাখছে।

জানা গিয়েছে, কংগ্রেস সহ বিরোধী দলগুলি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে সব রকমের সমর্থন জানাবে বলেই প্রতিশ্রুতি দিয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular