অবশেষে ঘোষণা হয়ে গেল। ভোটের মুখে বিরাট চমক দিল কংগ্রেস দল। জানা গিয়েছে, চলতি বছরের লোকসভা নির্বাচনে রায়বরেলি আসন থেকে লড়বেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
এমনিতে চলমান লোকসভা ভোটের জন্য রাজনৈতিক দলগুলি পূর্ণ শক্তি নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। প্রতিটি আসনে কাঁটায় কাঁটায় দেওয়ার চেষ্টা চলছে। নির্বাচনের কেন্দ্রবিন্দু উত্তরপ্রদেশ, কারণ এখানে ৮০ টি লোকসভা আসন রয়েছে। এখানে একদিকে ইন্ডি জোট, অন্যদিকে এনডিএ। বিশেষ করে গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি আমেঠি ও রায়বরেলি। তৃতীয় দফার ভোটের আগে দুই আসনেই প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেস একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে যে রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যদিও অন্য আরেকটি হাইভোল্টেজ আসন, আমেঠি থেকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কিশোরী লাল শর্মাকে। প্রসঙ্গত, ২০১৯ সালে সোনিয়া গান্ধী রায়বরেলি থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জিতেছিলেন, যিনি এবার রাজ্যসভার সদস্য হয়েছেন। এবার রায়বরেলিতে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের মুখোমুখি হবেন রাহুল গান্ধী। এদিকে গান্ধী পরিবারের আরেক সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে এখনও অবধি টিকিট দেওয়া হয়নি।
‘केंद्रीय चुनाव समिति’ की बैठक में लोकसभा चुनाव, 2024 के लिए श्री @RahulGandhi को उत्तर प्रदेश के रायबरेली से और श्री किशोरी लाल शर्मा को अमेठी से कांग्रेस उम्मीदवार घोषित किया गया है। pic.twitter.com/AyFIxI62XH
— Congress (@INCIndia) May 3, 2024