Rahul Gandhi warned: ঘরের কথা বাইরে এনে দলের ক্ষতি বরদাস্ত করা হবে না: রাহুল গান্ধী

দয়া করে ঘরের বিবাদ প্রকাশ্যে আনবেন না। এতে দলের ক্ষতি হয়। তআগামী দিনে কেউ যদি ঘরোয়া কোন্দলের কথা বাইরে আনেন তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া…

Rahul Gandhi

দয়া করে ঘরের বিবাদ প্রকাশ্যে আনবেন না। এতে দলের ক্ষতি হয়। তআগামী দিনে কেউ যদি ঘরোয়া কোন্দলের কথা বাইরে আনেন তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শনিবার এই ভাষাতেই দলীয় নেতাদের সতর্ক করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Advertisements

শনিবার তেলেঙ্গানায় দলের নেতাদের উদ্দেশ্যে রাহুল বলেন, কংগ্রেস বড় দল। এই দলে যে কোনও বিষয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু কারও কোন অভিযোগ থাকলে সেটা প্রকাশ্যে সংবাদমাধ্যমে আনবেন না। যা বলার তা দলের ভিতরে বলুন। আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। কিন্তু তা না করে কেউ যদি সংবাদমাধ্যমের কাছে ঘরোয়া ঝামেলার কথা প্রকাশ করেন তাতে দলের ক্ষতি হয়। এটা মেনে নেওয়া হবে না।

   

গোটা দেশে বিজেপির কাছে কংগ্রেস যতই কোণঠাসা হচ্ছে ততই বাড়ছে শতাব্দী প্রাচীন এই দলটির অভ্যন্তরীণ কোন্দল। প্রতিটি রাজ্যেই কংগ্রেস গোষ্ঠী কোন্দলে জর্জরিত।

কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে যেমন জি-২৩ গোষ্ঠীর নেতারা তোপ দেগে চলেছেন, তেমনই প্রদেশ কংগ্রেসেও একই অবস্থা। হাতেগোনা কয়েকটি রাজ্যে ক্ষমতায় আছে দল। সেখানেও চলছে চরম গোষ্ঠী দ্বন্দ্ব। প্রায় সকলেই চাইছেন বর্তমান মুখ্যমন্ত্রীকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে। কংগ্রেসের এই সঙ্কট পূর্ণ পরিস্থিতিতেই রাহুলের এই হুমকি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও রাহুলের এই বক্তব্য নিয়ে দলের অনেক প্রবীণ নেতাই মুচকি হেসেছেন। তাঁরা বলছেন, রাহুল আড়াল থেকে দলের হয়ে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু তিনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মত সাহস দেখাচ্ছেন না। এটা মেনে নেওয়া যায় না।

তবে এদিন রাহুল তেলেঙ্গানায় যেভাবে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন তাতে অনেকেই মনে করছেন, রাহুল ফের দলের সভাপতি হতে চলেছেন।

কয়েকদিন আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সকলকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঘুরে দাঁড়াতে হলে কংগ্রেস কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে।