‘পিতৃহারার মতো যন্ত্রণা অনুভব করছি!’ ওয়েনাডে গিয়ে মন্তব্য রাহুলের

rahul gandhi

বৃহস্পতিবার মৃত্যুপুরী ওয়েনাডে গিয়ে পিতৃহারার মতো যন্ত্রণা অনুভব করলেন রাহুল(Rahul Gandhi)। এইদিন তিনি ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। কথা বলেন ক্ষতিগ্রস্ত এলাকার লোকেদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী।

৫ লক্ষ চাকরি দিয়েছে মোদী সরকার, দাবি রেলমন্ত্রী অশ্বিনীর

   

বৃহস্পতিবার বোন প্রিয়াঙ্কার সঙ্গে বিপর্যস্ত ওয়েনাডে যান রাহুল। সঙ্গে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি কেরলের আলাপুঝার সাংসদ। বিপর্যস্ত এলাকা, মেপ্পাড়ির একটি চিকিৎসাকেন্দ্র এবং হাসপাতাল ঘুরে দেখেন রাহুলেরা। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, শুধু ওয়েনাড় নয়, গোটা দেশের জন্য এটা একটা ‘ট্র্যাজেডি’। রাহুলের কথায়, ‘ওয়েনাড়, কেরল এবং গোটা দেশের জন্য এটা একটা ট্র্যাজেডি। বহু মানুষ নিজের পরিজন এবং ঘরবাড়ি হারিয়েছেন। দেখে খুব কষ্ট হচ্ছে। আমরা সাহায্যের চেষ্টা করছি। যাঁরা জীবিত, তাঁরা যাতে বঞ্চিত না হন, সে দিকে নজর রাখছি।’

রাজ্যে ফের ম্যালেরিয়ায় মৃত্যু, ক্রমেই বাড়ছে আতঙ্ক

এখানেই শেষ নয়, তিনি সংবাদমাধ্যমকে জানান যে, ‘বাবা যখন মারা গিয়েছিলেন, তখন যে কষ্ট পেয়েছিলাম, আজ সে রকম লাগছে। এখানকার বহু মানুষজন শুধু বাবাকে নয়, গোটা পরিবারকে হারিয়েছেন। তাঁদের শ্রদ্ধা জানাই।’ চলতি লোকসভা ভোটে রায়বরেলী এবং ওয়েনাড়, দু’টি আসন থেকেই জয়ী হন রাহুল। ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অমেঠী থেকে হেরে গেলেও কেরলের ওয়েনাডে জিতিয়েছিল রাহুলকে। এ বারের ভোটের পর ওয়েনাড় আসন ছেড়ে দেন রাহুল। প্রসঙ্গত এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০০ এবং নিখোঁজ ২০০।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন