রাহুল ভিয়েতনামে যেতেই আক্রমণ BJP-র, কংগ্রেস বলছে, ‘গেট ওয়েল ইন নিউ ইয়ার’

নয়াদিল্লি: আর হাতে মাত্র একদিন৷ তারপরেই ইংরেজি নববর্ষ৷ নিউ ইয়ারের আগে বর্ষ শেষের ছুটি কাটাতে ভিয়েতনামে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ সোনিয়া-তনয়ের এই সফর ঘিরেই…

rahul gandhi vietnam trip

নয়াদিল্লি: আর হাতে মাত্র একদিন৷ তারপরেই ইংরেজি নববর্ষ৷ নিউ ইয়ারের আগে বর্ষ শেষের ছুটি কাটাতে ভিয়েতনামে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ সোনিয়া-তনয়ের এই সফর ঘিরেই তৈরি হয়েছে জোর তরজা৷ বিজেপি’র অভিযোগ, গোটা দেশ যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুতে শোকস্তব্ধ, সাত দিন ধরে শোক পালন করছে দেশ, তখন ভিয়েতনামে ঘুরে বেরাচ্ছেন রাহুল গান্ধী৷ তবে চুপ করে থাকার পাত্র নয় হাত শিবিরও৷ তাঁদের বক্তব্য, এটা রাহুলের ব্যক্তিগত সফর৷ (rahul gandhi vietnam trip)

কংগ্রেসকে নিশানা বিজেপি’র rahul gandhi vietnam trip

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য রাহুল গান্ধীকে অসংবেদনশীল আখ্যা দিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, “যখন পুরো দেশ প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুর শোক পালন করছে, তখন রাহুল গান্ধী ভিয়েতনামে গিয়ে নতুন বছর উদযাপন করছেন।” প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহনের প্রতি কংগ্রেস ও গান্ধী পরিবার যথেষ্ট শ্রদ্ধা দেখাচ্ছে না, বলেও অভিযোগ। অপারেশন ব্লু স্টার প্রসঙ্গ তুলেও আক্রমণ শানান তিনি। মালব্য বলেন, ‘‘গান্ধী পরিবার এবং কংগ্রেস শিখদের প্রতি ঘৃণা পোষণ করে। কখনও ভুলবেন না, ইন্দিরা গান্ধী দরবার সাহিবের অবমাননা করেছিলেন।”

   

কংগ্রেস মালব্যর মন্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানায়। বর্ষীয়ান কংগ্রেস নেতা মানিকম ঠাকুর বিজেপির উপর “ভ্রান্ত রাজনীতি” চালানোর অভিযোগ তোলেন।তাঁর প্রশ্ন, “এই সঙ্ঘীরা কবে বিদেভের রাজনীতি বন্ধ করবে?’ তিনি আরও বলেন, “যদি রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে কোথাও যান, তাহলে এতে আপনার কি সমস্যা? নতুন বছরে সুস্থ হয়ে ওঠুন।”

ঠাকুর আরও বলেন, মোদী যেভাবে ডঃ সাহেবের অন্ত্যেষ্টি নিয়ে প্রস্তাব খারিজ করে দিয়েছেন এবং তাঁর মন্ত্রীরা মনমোহনের পরিবারকে অগ্রাহ্য করেছেন তা অত্যন্ত লজ্জাজনক। রাহুল গান্ধী যদি ব্যক্তিগত সফরে গিয়ে থাকেন, তাতে আপনাদের কষ্ট হচ্ছে কেন? নতুন বছরে সুস্থ হয়ে উঠুন৷

 

Bharat: Rahul Gandhi’s New Year trip to Vietnam sparks controversy as BJP criticizes his timing during national mourning for former PM Manmohan Singh. Congress defends the trip as personal. BJP’s Amit Malviya calls Gandhi insensitive.