Sunday, December 7, 2025
HomeBharatManipur: বিজেপি শাসিত মণিপুরে নাশকতার সম্ভাবনা প্রবল, আজ শুরু রাহুলের ন্যায় যাত্রা

Manipur: বিজেপি শাসিত মণিপুরে নাশকতার সম্ভাবনা প্রবল, আজ শুরু রাহুলের ন্যায় যাত্রা

- Advertisement -

লোকসভা নির্বাচন হতে আর বেশি সময় বাকি নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুর (Manipur) সরকার কর্তৃক আরোপিত কয়েকটি বিধিনিষেধের মধ্যে দিয়ে রবিবার ইম্ফলের কাছে থৌবল জেলা থেকে তার দ্বিতীয় বৃহৎ মাপের আউটরিচ প্রোগ্রাম, ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন।

থৌবল জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা আদেশ অনুসারে, ফ্ল্যাগিং-অফ অনুষ্ঠানটি এক ঘন্টার বেশি করা যাবেনা এবং অংশগ্রহণকারীদের সংখ্যা সর্বাধিক ৩,০০০ হতে হবে।

   

এদিকে বিজেপি শাসিত মণিপুরের অভ্যন্তরীণ পরিস্থিতি সংঘাতময়। এর মাঝেই কংগ্রেসের তরফে ভারত জুড়ে ন্যায় যাত্রা হবে। গতবছর থেকে জাতিগত হিংসা ও জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়েছে মণিপুর।

অনুষ্ঠানের জায়গা হল, জাতীয় সড়কের ঠিক পাশে। এবং সেই কারণে অনুষ্ঠানের সময়সীমা নির্দিষ্ট ভাবে দেওয়া হয়েছে। এবং আদেশ অনুসারে সেই সময় ওই রাস্তা থেকে আধা যানবাহনকে নির্দিষ্ট সময়ের জন্য বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

কংগ্রেস প্রথমে ইম্ফল প্যালেস গ্রাউন্ড থেকে যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এন বীরেন সিং সরকার অংশগ্রহণকারীদের সংখ্যা ১,০০০ তে সীমাবদ্ধ করার পরে থৌবলের একটি ব্যক্তিগত মাঠে স্থানান্তরিত করা হয়। এরসঙ্গেই যাত্রার অনুমোদনের মধ্যে সমাবেশের সময় দেশবিরোধী বা সাম্প্রদায়িক স্লোগান নিষিদ্ধ করার শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকদের রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং এলাকায় শান্তি, জনশৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এখানেই হামলায় একাধিক মারা যান। মণিপুরে অশান্তি চলছেই। এই কারণে রাহুল গান্ধীর সফরে অনুমতি দেখছি রাজ্য সরকার। পরে চাপের মুখে অনুমতি দেওয়া হয়।ষমণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি কেশাম মেঘচন্দ্র (Keisham Meghachandra) বলেছেন, ইম্ফলের হাপ্তা কাংজিবুং মাঠ থেকে যাত্রা শুরু করার অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার কিছু শর্তের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। যার ফলে শেষ মুহুর্তে ৩৪ কিলোমিটার দূরে যাত্রা আরম্ভের স্থানটি সরানো হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular