বিজেপিকে সরিয়ে দেব, বিস্ফোরক রাহুল গান্ধী!

বর্তমানে জম্মু ও কাশ্মীর (J&K Election) বিধানসভার মোট আসন সংখ্যা ৯০। ১৮ সেপ্টেম্বর হবে প্রথম দফার ভোটগ্রহণ। এই আবহে জম্মু ও কাশ্মীরের সোপোরে একটি জনসভায়…

Congress MP Rahul Gandhi to give up wayanad seat keep Raebareli, পারিবারিক ঘাঁটিতে জয় পেতেই 'দুঃসময়ের আশ্রয়' ওয়ানাডকে বিদায় রাহুল গান্ধীর

বর্তমানে জম্মু ও কাশ্মীর (J&K Election) বিধানসভার মোট আসন সংখ্যা ৯০। ১৮ সেপ্টেম্বর হবে প্রথম দফার ভোটগ্রহণ। এই আবহে জম্মু ও কাশ্মীরের সোপোরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, “আমরা চেয়েছিলাম যে নির্বাচনের আগে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা হোক। জম্মু ও কাশ্মীরের সমস্ত মানুষ চেয়েছিল যে রাজ্য পুনরুদ্ধারের পরেই নির্বাচন করা হোক। কিন্তু এটা করা হয়নি। এর প্রথম ধাপ হল নির্বাচন। কিন্তু এর পর জম্মু ও কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধার করতে হবে।

ইন্ডি জোট এই জন্য সংসদে প্রধানমন্ত্রী মোদিকে চাপ দেবে। যদি তারা এটি না করে, তাহলে ইন্ডি জোট কেন্দ্রে সরকার গঠন করার সঙ্গে সঙ্গে এই রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করবে। ব্যবসায়িক ক্ষেত্রে সমৃদ্ধির জন্য আমরা যদি এই আপেল আমেরিকা ও জাপানে পৌঁছাতে চাই তবে সবার আগে রাজ্যের রাষ্ট্রীয় মর্যাদার পুনরুদ্ধার করতে হবে।”

   

প্রসঙ্গত, গত বুধবার জম্মু ও কাশ্মীরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বানিহাল বিধানসভা কেন্দ্রের সাঙ্গলদানে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় বিভিন্ন ইস্যুতে তিনি নিশানা করেছিলেন প্রধানমন্ত্রীকে।

সেই সভায় তিনি বলেছিলেন, “মানসিকভাবে আমরা নরেন্দ্র মোদির সরকারকে শেষ করে দিয়েছি। আর মাত্র কিছু সময় বাকি আছে। আমরা এই রাজ্য থেকে বিজেপিকে সরিয়ে দেব।”