“বিয়ে করুন তাড়াতাড়ি, মিষ্টির অর্ডার চাই”, রাহুল গান্ধীকে দিল্লির মিষ্টির দোকানদার

Rahul Gandhi sweet shop visit Diwali

নয়াদিল্লি: দীপাবলির দিন পুরান দিল্লির ঐতিহাসিক ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানে হাজির হলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য মিষ্টি কিনতে এসে নিজেই হাতে তুলে নিলেন ‘ইমারতি’ ও ‘বেসনের লাড্ডু’ তৈরির কাজ। পরে সেই মুহূর্তের ভিডিও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

সবচেয়ে ‘যোগ্য ব্যাচেলর’

দোকানের মালিক সুশান্ত জৈন ANI-কে জানান, “রাহুলজি ভারতের সবচেয়ে ‘যোগ্য ব্যাচেলর’। আমি বললাম, রাহুলজি, বিয়ে করুন তাড়াতাড়ি, আমরা অপেক্ষা করছি, যেন আপনার বিয়ের মিষ্টির অর্ডার পাই!” তিনি আরও বলেন, “রাহুলজি নিজেই বললেন, তিনি বানাবেন এবং স্বাদও নেবেন। তাঁর বাবা, প্রয়াত রাজীবজি, ইমারতি খুব পছন্দ করতেন। তাই আমি বললাম, স্যার, আপনি এটা ট্রাই করুন। তিনি বানালেন। বেসনের লাড্ডুও তাঁর খুব প্রিয়, সেটাও বানালেন।”

নিজে বানালেন মিষ্টি Rahul Gandhi sweet shop visit Diwali

দোকান কর্মীদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন রাহুল গান্ধী। কর্মীদের জিজ্ঞাসা করেন, কীভাবে তাঁরা উৎসব উদযাপন করছেন। পরে এক্স-এ পোস্ট করে লেখেন, “পুরান দিল্লির ঐতিহাসিক ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানে ইমারতি ও বেসনের লাড্ডু বানানোর চেষ্টা করলাম। শতাব্দী প্রাচীন এই দোকানের মিষ্টতার স্বাদ আজও একই খাঁটি, ঐতিহ্যবাহী ও হৃদয়স্পর্শী।”

Advertisements

দীপাবলির শুভেচ্ছা

আরেকটি পোস্টে তিনি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আনন্দের প্রদীপে আলোকিত হোক ভারত, সুখ, সমৃদ্ধি ও ভালোবাসার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।”

এই হৃদয়গ্রাহী সফর ও আন্তরিক বার্তা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে। ঘণ্টেওয়ালা দোকানের ঐতিহ্য ও রাহুল গান্ধীর ব্যক্তিগত মুহূর্ত মিলিয়ে দীপাবলির এই গল্প হয়ে উঠেছে আরও মিষ্টিময়।